ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

হবিগঞ্জে ট্রাক-পিকআপ সংঘর্ষে চালক ও হেলপার নিহত

প্রকাশিত: ০৬:২৭, ১৩ ডিসেম্বর ২০১৭

হবিগঞ্জে ট্রাক-পিকআপ সংঘর্ষে চালক ও হেলপার নিহত

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ, ১২ ডিসেম্বর ॥ ঢাকা-সিলেট মহাসড়কের রতনপুরে ট্রাক ও পিকআপ ভ্যানের সংঘর্ষে নিহত হয়েছেন দু’জন। মঙ্গলবার দুপুরে সংঘটিত এই দুর্ঘটনায় নিহত দু’জন হলেন পিকআপভ্যান চালক ও হেলপার। এরা ফরিদপুর জেলার সদর উপজেলার মনসিখা গ্রামের বাবুল ব্যাপারীর ছেলে চালক আবু বক্কর (২৭) ও শরীয়তপুর জেলার গজারিয়া থানাধীন পাচুরকান্দি গ্রামের সোনা মিয়ার ছেলে হেলপার বিল্লাল মিয়া (২৩)। পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। তেঁতুলিয়ায় শিশু স্টাফ রিপোর্টার পঞ্চগড় থেকে জানান, তেঁতুলিয়া উপজেলায় যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে লিমন নামের চার বছরের এক শিশু নিহত হয়েছে। এ সময় হাসান আলী মিয়া (৭২) নামে এক প্রবীণ সাংবাদিক ও বাসচালকসহ ১০ জন আহত হয়েছেন। হাসান আলী মিঞা পঞ্চগড় প্রেসক্লাবের স্থায়ী পরিষদ সদস্য। মঙ্গলবার সকালে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কের মান্দুল পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত লিমন তেঁতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নের খুঁটাগজ গ্রামের বিল্লাল হোসেনের ছেলে। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা জানান, সকালে তেঁতুলিয়া থেকে পঞ্চগড়গামী যাত্রীবাহী জাহিন স্পেশাল নামের একটি বাসের সঙ্গে পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কের বুড়াবুড়ি এলাকায় তেঁতুলিয়াগামী একটি ইট বোঝাই ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় মায়ের সঙ্গে থাকা বাসযাত্রী শিশু লিমন বাস থেকে ছিটকে পড়ে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হয়। খবর পেয়ে পুলিশ ও তেঁতুলিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আহত ৯ জনকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসে। গুরুতর আহতরা হলেন তেঁতুলিয়ার প্রবীণ সাংবাদিক হাসান আলী মিয়া, বাসচালক রেজা, বাস যাত্রী আমিরুল ইসলাম, আব্দুল খালেক, সাদ্দাম, রিপন আলী, জাকির হোসেন, জিয়ারুল ইসলাম এবং নিহত শিশু লিমনের মা শেফালী বেগম। পরে গুরুতর আহত ৫ জনকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতলে (রমেক) পাঠানো হয়েছে।
×