ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প

নারায়ণগঞ্জে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন

প্রকাশিত: ০৬:২৩, ১৩ ডিসেম্বর ২০১৭

নারায়ণগঞ্জে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের নারায়ণগঞ্জের ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পুনর্বাসন সুবিধা প্রদান করেছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। মঙ্গলবার দুপুরে সদর উপজেলার ফতুল্লা থানার পাগলায় প্রাপ্তি সিটির মাঠে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। সেনাবাািহনীর কনস্ট্রাকশন সুপারভিশন কনসালট্যান্ট ও রেলওয়ের সহযোগিতায় প্রকল্প বাস্তবায়নকারী বেসরকারী সংস্থা র্ডপ (এনজিও) ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মাঝে চেক হস্তান্তর অনুষ্ঠানটির আয়োজন করে। উদ্বোধনী দিনে জেলার ২০ ক্ষতিগ্রস্ত ব্যক্তির মাঝে ক্ষতিপূরণ বাবদ চেক প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিবিআরএলপির প্রকল্প পরিচালক ও অতিরিক্ত সচিব প্রকৌশলী গোলাম ফখরুদ্দিন আহমেদ চৌধুরী। বিশেষে অতিথি ছিলেন সিএসসির ডেপুটি চীফ কোঅর্ডিনেটর প্রধান সমন্বয়ক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আব্দুল মুকিম সরকার। প্রকল্পের প্রধান প্রকৌশলী মোঃ আফজাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রকল্পের চীফ রিসেটেলমেন্ট কর্মকর্তা এ এম সালাহ উদ্দিন, র্ডপের প্রতিষ্ঠাতা এ এইচ এম নোমান এবং স্থানীয় (কুতুবপুর) ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু প্রমুখ। অনুষ্ঠানে জানানো হয়, সিএসসির তত্ত্বাবধানে বেসরকারী সংস্থা র্ডপ পিবিআরএলপির এই পুনর্বাসন কার্যক্রম বাস্তবায়ন করছে। ঢাকা থেকে মাওয়া হয়ে ভাঙ্গা পর্যন্ত প্রথম ধাপের প্রকল্পে ৮২ দশমিক ৩৫ কিলোমিটার রেলপথে ক্ষতিগ্রস্ত ৩ হাজার ৫শ’ ৪৮টি পরিবার রয়েছে। আর প্রকল্পটিতে ৩শ’ ৫৮ দশমিক ৪১ হেক্টর জমি অধিগ্রহণ করা হবে। আগামী ২০২১ সালের মধ্যে প্রকল্পটি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। বাউফলে পাঁচ বছরের শিশু ধর্ষিত নিজস্ব সংবাদদাতা, বাউফল, ১২ ডিসেম্বর ॥ বাউফলে পাঁচ বছরের এক শিশু ধর্ষিত হয়েছে। তাকে মঙ্গলবার সকাল ১০টার দিকে বাউফল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বগা ইউনিয়নের পশ্চিম কায়না গ্রামে এ ঘটনা ঘটেছে। জানা গেছে, সোমবার সন্ধ্যার দিকে ওই শিশুটির মা পুকুর ঘাটে যায়। এ সময় প্রতিবেশী জয়নাল মৃধার ছেলে ও চার সন্তানের জনক লিটন মৃধা (৪২) শিশুটিকে বিস্কুট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে বাড়ির কাছে জঙ্গলে নিয়ে ধর্ষণ করে। শিশুটির কান্নাকাটির শুদ্ধ শুনে তার মা গিয়ে তাকে উদ্ধার করে এবং মঙ্গলবার সকালে শিশুটি বাউফল হাসপাতালে এনে ভর্তি করে। শিশুটি বাবা ঢাকায় একটি রেস্টুরেন্টে চাকরি করছেন। ধর্ষিত শিশুটি বাউফল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাঃ আফজাল হোসেনের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।
×