ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

যশোরে আওয়ামী লীগের জনসভা ঘিরে ব্যাপক তোড়জোড়

প্রকাশিত: ০৬:২৩, ১৩ ডিসেম্বর ২০১৭

যশোরে আওয়ামী লীগের জনসভা ঘিরে ব্যাপক তোড়জোড়

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ চলতি বছরের শেষদিন যশোরে আওয়ামী লীগের জনসভা ঘিরে ব্যাপক তোড়জোড় শুরু হয়েছে। জনসভায় চার লাখ লোক সমাগমের টার্গেট নিয়ে প্রস্তুতি শুরু করেছে জেলা আওয়ামী লীগ। শামস-উল-হুদা স্টেডিয়ামের জনসভায় ভাষণ দেবেন আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৯৭৩ সালে যশোর স্টেডিয়াম (শামস-উল-হুদা স্টেডিয়াম) স্বাধীন বাংলাদেশের প্রধানমন্ত্রী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জনসভায় ভাষণ দিয়েছিলেন। সেই স্টেডিয়ামে জনসভায় ৩১ ডিসেম্বর বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর ঘিরে সিটি কর্পোরেশন, বিভাগ, মাইকেল মধুসূদন দত্তের নামে সংস্কৃতি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন দাবি পূরণের স্বপ্ন দেখছে যশোরবাসী। এ প্রসঙ্গে যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার বলেন, বিশাল জনসভায় তিন থেকে চার লাখ লোক সমাগমের টার্গেট নেয়া হয়েছে। আশা করছি টার্গেট পূরণ হবে। প্রধানমন্ত্রীর আগমনে দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে। এদিকে, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে যশোরে ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে। শহরের অলিগলিতে ব্যানার, ফেস্টুন টানিয়ে শুভেচ্ছা জানানো শুরু করেছেন শীর্ষ নেতাকর্মীরা। স্টেডিয়াম সাজসজ্জার সরঞ্জাম আনা হয়েছে। জানা যায়, ২০১২ সালে শহরের ঈদগাহ ময়দানে জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন আগামী নির্বাচনে বিজয়ী করুন, সিটি কর্পোরেশন দেয়া হবে। এরপর ২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচনে আওয়ামী লীগ সরকার গঠন করে। এরপর ২৩ জানুয়ারি যশোরের অভয়নগর উপজেলার মালোপাড়ায় নির্বাচনী সহিংসতায় ক্ষতিগ্রস্তদের দেখতে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অভয়নগরের শংকরপাশা মাধ্যমিক বিদ্যালয়ে এক জনসভায় ভাষণ দেন। তবে তখন তিনি সিটি কর্পোরেশনের ব্যাপারে কোন ঘোষণা না দিয়ে চলে যান। আগামী ৩১ ডিসেম্বরের জনসভা ঘিরে আবার আশায় বুক বেঁধে আছেন যশোরবাসী। যশোরবাসীর দাবির মধ্যে রয়েছে সিটি কর্পোরেশন, বিভাগ, মাইকেল মধুসূদনের নামে কৃষি ও সংস্কৃতি বিশ্ববিদ্যালয়, যশোরে গ্যাস সরবরাহ, অর্থনৈতিক জোন বাস্তবায়ন, দ্রুত ও স্বচ্ছতার সঙ্গে ভৈরব নদ খনন ও ভবদহ সমস্যা নিরসন। ২৫০ শয্যার সদর হাসপাতাল আধুনিকায়ন, যবিপ্রবি ও যশোর মেডিক্যাল কলেজে ৪ বছর মেয়াদী নার্সিং সায়েন্স ও মিডওয়াইফারি কোর্স চালু, যশোর আন্তর্জাতিক বিমান বন্দর, আন্তর্জাতিকমানের বেনাপোল স্থলবন্দর, স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানে উন্নীতকরণ।
×