ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নেপালের জাতীয় নির্বাচনে বাম ধারার জোট এগিয়ে

প্রকাশিত: ০৬:১১, ১৩ ডিসেম্বর ২০১৭

নেপালের জাতীয় নির্বাচনে বাম ধারার জোট এগিয়ে

এ নির্বাচনকে রাজতন্ত্রের বিলুপ্তি এবং গৃহযুদ্ধ অবসানের পর গণতন্ত্রের পথে নেপালের যাত্রা হিসেবেই দেখা হচ্ছে। প্রথম দফায় গত ২৬ নবেম্বর এবং দ্বিতীয় দফায় ৭ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ভোট গণনায় দেখা যাচ্ছে, নেপালী কংগ্রেস ধরাশায়ী হয়েছে আর সরকার গঠনের পথে অনেকটাই এগিয়েছে বাম জোট। নেপালের নির্বাচন কমিশন থেকে এ পর্যন্ত ৩৩টি আসনের ফল ঘোষণা করা হয়েছে। এতে বামপন্থী জোট ২৭টি আসনে জয়লাভ করেছে। তার মধ্যে কমিউনিস্ট পার্টি অব নেপাল-ইউনিফাইড মার্কসিস্ট লেনিনিস্ট (সিপিএন-ইউএমএল) ২১টি এবং তাদের অংশীদার সিপিএন মাওইস্ট-সেন্টার ৬টি আসন পেয়েছে। এ ছাড়া নেপালী কংগ্রেস (এনসি) ৫টি আসনে এবং ১টি স্বতন্ত্র আসন জয় পেয়েছে। যদিও ভোট গণনা এখন চলছে বলে জানিয়েছে ‘দ্য কাঠমান্ডু পোস্ট’। নেপালের জাতীয় নির্বাচনে জয়ের পথে রয়েছে সাবেক মাওবাদী এবং মধ্যপন্থী কমিউনিস্টদের নিয়ে গঠিত বাম ধারার জোট। সূত্র : ইন্টারনেট
×