ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বঙ্গবন্ধুর ভাষণের স্থানে ভাস্কর্য নির্মাণের প্রজেক্ট প্ল্যান হাইকোর্টের খারিজ

প্রকাশিত: ০৫:৫৯, ১৩ ডিসেম্বর ২০১৭

বঙ্গবন্ধুর ভাষণের স্থানে ভাস্কর্য নির্মাণের প্রজেক্ট প্ল্যান হাইকোর্টের খারিজ

স্টাফ রিপোর্টার ॥ ১৯৭১ সালের ৭ মার্চ তৎকালীন রেসকোর্স ময়দানের (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) বিশাল জনসমাবেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যুগান্তকারী ভাষণের স্মারক হিসেবে দিনটি অবিস্মরণীয় হয়ে আছে। ঐতিহাসিক ওই দিনে যেখানে বঙ্গবন্ধু ভাষণ দিয়েছিলেন সেখানে তাঁর ভাস্কর্য নির্মাণের জন্য ‘প্রজেক্ট প্ল্যান ’ চেয়ে করা আবেদন সরাসরি খারিজ করে দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে ৭ মার্চকে ঐতিহাসিক জাতীয় দিবস হিসেবে কেন ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে জারি রুল শুনানির জন্য আগামী ৪ জানুয়ারি পরবর্তী দিন ঠিক করেছে আদালত। আদালত বলে, আগে রুল শুনানি হোক তারপর এ বিষয়ে সিন্ধান্ত হবে। এক সম্পূরক আবেদন শুনানি নিয়ে মঙ্গলবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেয়। আদালতে সম্পূরক আবেদনের পক্ষে শুনানি করেন সুপ্রীমকোর্টের আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ড. বশির আহমেদ। এর আগে গত ২০ নবেম্বর ৭ মার্চকে ঐতিহাসিক জাতীয় দিবস হিসেবে কেন ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করে হাইকোর্ট।
×