ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চার শ্রেণীতে পদক পাচ্ছেন ৬০ বিজিবি সদস্য

প্রকাশিত: ০৫:৫৮, ১৩ ডিসেম্বর ২০১৭

চার শ্রেণীতে পদক পাচ্ছেন ৬০ বিজিবি সদস্য

স্টাফ রিপোর্টার ॥ অসীম সাহসিকতা, বুদ্ধিমত্তা, একনিষ্ঠতা, সততা, দূরদর্শিতা ও মমত্ববোধ ইত্যাদি কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে চার ক্যাটাগরিতে পদক পাচ্ছেন ৬০ বিজিবি সদস্য। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে গত ৭ ডিসেম্বর পদকপ্রাপ্তদের তালিকা প্রকাশ করা হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ পদক পাচ্ছেন ১০ জন, রাষ্ট্রপতি বর্ডার গার্ড পদক পাচ্ছেন ২০ জন, বর্ডার গার্ড বাংলাদেশ পদক (সেবা) পাচ্ছেন ১০ জন এবং রাষ্ট্রপতি বর্ডার গার্ড পদক (সেবা) পাচ্ছেন ২০ জন। বর্ডার গার্ড বাংলাদেশ পদকপ্রাপ্তরা নগদ এককালীন এক লাখ টাকা ও মাসিক বেতনের সঙ্গে এক হাজার ৫০০ টাকা করে পাবেন। রাষ্ট্রপতি বর্ডার গার্ড পদক ও বর্ডার গার্ড বাংলাদেশ পদক (সেবা) প্রাপ্তরা নগদ এককালীন ৭৫ হাজার টাকা ও মাসিক বেতনের সঙ্গে এক হাজার টাকা করে পাবেন। রাষ্ট্রপতি বর্ডার গার্ড পদক (সেবা) প্রাপ্তরা নগদ এককালীন ৫০ হাজার টাকা ও মাসিক বেতনের সঙ্গে এক হাজার টাকা করে পাবেন।
×