ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জেরুজালেমকে ইসরাইলের রাজধানী ঘোষণা মেনে নেবে না বাংলাদেশ ॥ এরশাদ

প্রকাশিত: ০৫:৫৮, ১৩ ডিসেম্বর ২০১৭

জেরুজালেমকে ইসরাইলের রাজধানী ঘোষণা মেনে নেবে না বাংলাদেশ ॥ এরশাদ

স্টাফ রিপোর্টার ॥ জেরুজালেমকে রক্ষায় বাংলাদেশের জনগণকে জেগে ওঠার আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। মঙ্গলবার জেরুজালেমকে ইসরাইলের রাজধানী ঘোষণার প্রতিবাদে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক সমাবেশে তিনি একথা বলেন। এরশাদ বলেন, জেরুজালেমকে ইসরাইলের রাজধানী ঘোষণার সিদ্ধান্ত বাংলাদেশ কখনও মেনে নেবে না। এক বিন্দু রক্ত থাকতেও আমরা এটা কখনও মেনে নেব না। তিনি বলেন, জেরুজালেমকে ইসরাইলের রাজধানী ঘোষণার যে সিদ্ধান্ত ডোনাল্ড ট্রাম্প নিয়েছেন তা সমস্ত মুসলিম রাষ্ট্রকে ধ্বংসের পাঁয়তারা। কিন্তু ইসলামকে কেউ ধ্বংস করতে পারবে না। কারণ ইসলাম আল্লাহর ধর্ম। তিনি বলেন, জেরুজালেম হচ্ছে একটি পূণ্যস্থান। এটাকে ইসরাইলের রাজধানী করার সিদ্ধান্ত একে অপবিত্র করার শামিল। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল দলের মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারের নেতৃত্বে কাকরাইল থেকে বিজয়নগর হয়ে মৎসভবনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যদিয়ে শেষ হয়। বিক্ষোভপূর্বক সমাবেশে এরশাদ ছাড়াও দলের মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারও বক্তব্য রাখেন।
×