ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

৩০ ডিসেম্বর জেএসসি ও জেডিসি পরীক্ষার ফল

প্রকাশিত: ০৫:৫৭, ১৩ ডিসেম্বর ২০১৭

৩০ ডিসেম্বর জেএসসি ও জেডিসি পরীক্ষার ফল

স্টাফ রিপোর্টার ॥ আগামী ৩০ ডিসেম্বর একই দিনে প্রকাশ হতে পারে প্রাথমিক ও ইবতেদায়ী এবং জেএসসি ও জেডিসি পরীক্ষার ফল। শিক্ষা মন্ত্রনালয় মঙ্গলবার নিশ্চিত করেছে ৩০ ডিসেম্বর তাদের অধীন অষ্টম শ্রেনীর জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফল প্রকাশ করা হবে। একই দিন সকালে প্রধানমন্ত্রী নতুন বছরের বই বিতরণ কার্যক্রমেরও উদ্বোধন করবেন। এদিকে ওই দিন প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষার ফল প্রকাশের জন্য প্রধানমন্ত্রীর কাছে সময় চাওয়া হয়েছে। দুই মন্ত্রনালয়ের কর্মকর্তারাই বলছেন, এর আগেও বিভিন্ন সময় একই দিনে ফল প্রকাশের নজির আছে। যেহেতু রীতি অনুসারে ফল প্রকাশের জন্য প্রধানমন্ত্রীর কাছে ফলের কপি হস্তান্তর করা হয় সেহেতু পরপর দুই দিন ফল প্রকাশ করার সম্ভাবনা কম। দুই মন্ত্রনালয়ের পক্ষ থেকেই ৩১ তারিখের আগে ফল প্রকাশের জন্য প্রধানমন্ত্রীর কাছে সময় চাওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রনালয়কে ইতোমধ্যেই প্রধানমন্ত্রী কার্যালয় থেকে ৩০ তারিখ সময় দেয়ার কথা জানানো হয়েছে। মঙ্গলবার শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, জেএসসি-জেডিসিতে অংশগ্রহণকারী ২৪ লাখ ৬৮ হাজার ৮২০ জন শিক্ষার্থীর অপেক্ষার অবসান ঘটছে আগামী ৩০ ডিসেম্বর। ওই দিন এই দুটি পাবলিক পরীক্ষার ফল একযোগে প্রকাশ হবে।
×