ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

এনএসআইর ওয়াচার (অব.) শাহ নেওয়াজকে বাঁচাতে এগিয়ে আসুন

প্রকাশিত: ০৫:৫৭, ১৩ ডিসেম্বর ২০১৭

এনএসআইর ওয়াচার (অব.) শাহ নেওয়াজকে বাঁচাতে এগিয়ে আসুন

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদফতরের (এনএসআই) ওয়াচার (অবসরপ্রাপ্ত) মোঃ শাহ নেওয়াজের (৬৫) জীবন বাঁচাতে সহযোগিতার হাত বাড়িয়ে দিন। তার দুটি কিডনিই নষ্ট হয়ে গেছে। তাকে প্রতি সপ্তাহে দুটি করে ডায়ালাইসিস করাতে হচ্ছে। এই চিকিৎসা খুবই ব্যয়বহুল। ডায়ালাইসিস ও চিকিৎসার অন্যান্য ব্যয় বহন করা রোগীর পরিবারের পক্ষে সম্ভব হচ্ছে না। তার একটি ছেলে ও একটি মেয়ে আছে। ছেলেটি ছোট ও বেকার। বর্তমানে মোঃ শাহ নেওয়াজ মেয়ের বাসায় অবস্থান করছেন। চিকিৎসার পেছনে ইতোমধ্যে সহায়-সম্বল ফুরিয়ে গেছে। বর্তমানে টাকার অভাবে চিকিৎসা চরমভাবে ব্যাহত হচ্ছে। এমতাবস্থায়, নিজের চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীসহ সকল হৃদয়বান ও দানশীল ব্যক্তির আন্তরিক সহযোগিতা কামনা করেছেন মোঃ শাহ নেওয়াজ। চিকিৎসায় সহযোগিতা দিতে সরাসরি যোগাযোগ করুন এই মোবাইল নম্বরে ০১৯২৩৭৪৪৫৮২ ও ০১৯৫০৫৫৩৫৫৮। আর সাহায্য দিন এই সঞ্চয়ী হিসাবে - মোঃ শাহ নেওয়াজ, সোনালী ব্যাংক লিঃ, গ্রীনরোড শাখা, ঢাকা, হিসাব নং ১৬২৭৯০১০০৭৫৯২। ঘোষণা : দৈনিক জনকণ্ঠ মানুষ মানুষের জন্য বিভাগে খবর প্রকাশের মাধ্যমে সহৃদয় ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ ঘটিয়ে দিয়ে থাকে। সাহায্য সরাসরি সাহায্যপ্রার্থীর ব্যাংক এ্যাকাউন্টে জমা দিতে হবে। অথবা সাহায্যপ্রার্থীর দেয়া মোবাইল ফোনে যোগাযোগ করতে হবে। দৈনিক জনকণ্ঠ এ বিষয়ে কোন দায়ভার গ্রহণ করবে না।
×