ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌপথে ফেরি চলাচল বন্ধ

ঘন কুয়াশা

প্রকাশিত: ০৫:৫৬, ১৩ ডিসেম্বর ২০১৭

ঘন কুয়াশা

জনকণ্ঠ ডেস্ক ॥ ঘন কুয়াশার কারণে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌপথে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এর ফলে মাঝ নদীতে আটকা পড়েছে ছয়টি ফেরি। এছাড়া ঘন কুয়াশার কবলে পড়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে প্রায় ২৩ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। আর পাটুরিয়া-দৌলতদিয়ায় মঙ্গলবার ভোর ৫টা থেকে সকাল ৭টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ ছিল। এ সময় পাটুরিয়া ঘাটে শতাধিক যাত্রীবাহী যানবাহন আটকা পড়ে। লঞ্চসহ অন্যান্য নৌযান চলাচলও এ সময় বন্ধ হয়ে যায়। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। মুন্সীগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার জানান, শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌপথের ফেরি চলাচল বন্ধ রয়েছে ঘন কুয়াশার কারণে। এতে মাঝ নদীতে আটকা পড়েছে চারটি রোরোসহ ছয় ফেরি। পারাপারের অপেক্ষায় শিমুলিয়া ঘাটে জট বেঁধেছে আড়াই শতাধিক যানবাহন। বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাট ব্যবস্থাপক গিয়াস উদ্দীন পাটোয়ারী জানান, সোমবার রাত বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার তীব্রতা বাড়তে থাকলে, মধ্য পদ্মায় নোঙর করা হয় মোট ছয়টি ফেরি। সব ধরনের ঝুঁকি এড়াতে রাত দুইটা থেকে বন্ধ করে দেয়া হয় এই পথের ফেরি চলাচল। দীর্ঘ সময়ে ফেরি বন্ধ থাকায় যাত্রীসাধারণ পড়েছে ভোগান্তিতে। নিজস্ব সংবাদদাতা মির্জাপুর থেকে জানান, ঘন কুয়াশার কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে প্রায় ২৩ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। মহাসড়কের চন্দ্রা থেকে মির্জাপুর উপজেলার কুরনী এলাকা পর্যন্ত যানজট রয়েছে বলে ট্রাফিক পুলিশের টিআই মোঃ সেলিম হোসেন জানিয়েছেন। নিজস্ব সংবাদদাতা মানিকগঞ্জ থেকে জানান, ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ভোর ৫টা থেকে সকাল ৭টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ ছিল। এতে পাটুরিয়া ঘাটে শতাধিক যাত্রীবাহী যানবাহন আটকা পড়ে যায়। এ সময় লঞ্চসহ অন্যান্য নৌযান চলাচল বন্ধ হয়ে যায়। বিআইডব্লিউটিসি পাটুরিয়া ঘাট সূত্রে জানা গেছে, ভোর ৫টা থেকে ঘন কুয়াশার কারণে পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটে সব ধরনের নৌ চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় মাঝ নদীতে যাত্রী ও যানবাহন বোঝাই ৪টি ফেরি আটকে যায়। বেলা ৭টার দিকে কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হয়। এ কারণে পাটুরিয়া ঘাটে শতাধিক যাত্রীবাহী যানবাহন আটকা পড়ে যায়।
×