ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ওআইসির বিশেষ শীর্ষ সম্মেলনে যোগ দিতে ইস্তানবুুুলে রাষ্ট্রপতি

প্রকাশিত: ০৫:৫৬, ১৩ ডিসেম্বর ২০১৭

ওআইসির বিশেষ শীর্ষ সম্মেলনে যোগ দিতে ইস্তানবুুুলে রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) ষষ্ঠ বিশেষ শীর্ষ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্কের রাজধানী ইস্তানবুলে পৌঁছেছেন। আজ ১৩ ডিসেম্বর বুধবার ইস্তানবুলে এই শীর্ষ সম্মেলন শুরু হচ্ছে। খবর বাসসর। রাষ্ট্রপতি ও তার সফরসঙ্গীদের বহনকারী তুর্কি এয়ারলাইন্সের একটি ফ্লাইট সোমবার রাত দশটা ৩৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে এবং তুরস্কের স্থানীয় সময় তিনটা ৪৫ মিনিটে ইস্তানবুল আতাতুর্ক বিমানবন্দরে অবতরণ করে। তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূত এম আল্লামা সিদ্দিকি, ইস্তানবুুল কনস্যুলেট জেনারেল মোঃ মনিরুল ইসলাম এবং ইস্তানবুুলের ডেপুটি গবর্নর আহমেদ হামদি ইউএসটিএ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের উর্ধতন কর্মকর্তাগণ রাষ্ট্রপতিকে বিমানবন্দরে স্বাগত জানান। ওআইসির বর্তমান সভাপতি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান আবদুল হামিদকে এই বিশেষ শীর্ষ সম্মেলনে যোগ দেয়ার জন্য আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি তুরস্ক সফরকালে কনরাড ইস্তানবুুল বসফোরাসের বাসভবনে অবস্থান করবেন। রাষ্ট্রপতি আজ বেলা এগারোটায় ইস্তানবুুল কংগ্রেস এ্যান্ড এক্সিবিশন সেন্টারে ওআইসির এ বিশেষ সম্মেলনে যোগ দেবেন। সেখানে তিনি জেরুজালেম বিষয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুজালেমকে একতরফাভাবে ‘ইসরাইলের কথিত রাজধানী’ হিসেবে স্বীকৃতি দিয়ে বিশ্বের মুসলমানদের অনুভূতিতে আঘাত করায় মুসলিম বিশ্বের পরবর্তী পদক্ষেপের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের জন্য ওআইসির এই বিশেষ সম্মেলন আহ্বান করা হয়। জেরুজালেম ১৯৬৭ সাল থেকে ইসরাইলী বাহিনী দখল করে রেখেছে। যুক্তরাষ্ট্র জেরুজালেমকে (আল-কুদ্স আশ-শরীফ) ‘ইসরাইলের কথিত রাজধানী’ হিসেবে স্বীকৃতি দেয় এবং তেল আবিব থেকে যুক্তরাষ্ট্রের দূতাবাস সেখানে স্থানান্তরের প্রক্রিয়া শুরু করে। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তকে ‘অগ্রহণযোগ্য’ বলে অভিহিত করেছেন এবং এতে সহিংসতা চরম আকার ধারণ করবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন। এ ব্যাপারে জাতিসংঘে একটি প্রস্তাবনা আনতে হবে অন্যথায় ট্রাম্পের ঘোষণা কেউ মেনে নেবে না। তোপকাপি জাদুঘর ও ব্লু মসজিদ পরিদর্শন রাষ্ট্রপতির রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ মঙ্গলবার ইস্তানবুলের ঐতিহাসিক তোপকাপি প্যালেস (জাদুঘর) পরিদর্শন করেছেন। ১৪৭৮ থেকে ১৮৫৬ সাল পর্যন্ত এটি অটোমান সাম্রাজ্যের দ্বিতীয় প্রাসাদ ছিল। রাষ্ট্রপতি হামিদ ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) বিশেষ শীর্ষ সম্মেলনে যোগদানে বর্তমানে তিন দিনের সরকারী সফরে ইস্তানবুল রয়েছেন। খবর বাসস’র। রাষ্ট্রপতি, তার পতœী রাশিদা খানম এবং পরিবারের অন্য সদস্যরা স্থানীয় সময় বেলা আড়াইটায় জাদুঘরে আসেন। তারা প্রায় এক ঘণ্টা জাদুঘরের বিভিন্ন হল পরিদর্শন এবং প্রায় চার শতাব্দীর ঐতিহাসিক ও সাংস্কৃতিক নিদর্শন ও সমৃদ্ধ ঐতিহ্য প্রত্যক্ষ করেন। এই জাদুঘর হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র স্মারকসহ ইসলামী ঐতিহ্যের দুর্লভ সংগ্রহের জন্য বিখ্যাত। রাষ্ট্রপতি জাদুঘরে পৌঁছলে এর কর্মকর্তা ও কর্মচারীরা তাঁকে স্বাগত জানান। পরিদর্শন শেষে রাষ্ট্রপতি জাদুঘরের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পরে রাষ্ট্রপতি ইস্তানবুলের প্রাচীন ব্লু মসজিদ পরিদর্শন করেন। এ সময় রাষ্ট্রপতির সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ শাহরিয়ার আলম, তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ আল্লামা সিদ্দিকী, ইস্তানবুলের কনস্যুলেট জেনারেল মোঃ মনিরুল ইসলাম এবং বঙ্গভবনের সংশ্লিষ্ট সচিবরা ছিলেন। রাষ্ট্রপতি ও তাঁর সফরসঙ্গীরা বাংলাদেশ দূতাবাস আয়োজিত নৈশভোজেও অংশ নেন। রাষ্ট্রপতি বুধবার বেলা ১১টায় জেরুজালেম ইস্যুতে বাংলাদেশের অবস্থান তুলে ধরে ইস্তানবুল কংগ্রেস এ্যান্ড এক্সিবিশন সেন্টারে ওআইসির বিশেষ শীর্ষ সম্মেলনে ভাষণ দেবেন। রাষ্ট্রপতি হামিদ বিমান বাংলাদেশের এয়ারলাইন্সের একটি বিশেষ ভিভিআইপি ফ্লাইটে বৃহস্পতিবার ভোরে দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।
×