ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

হ্যামিল্টন টেস্টে ২৪০ রানের জয় নিউজিল্যান্ডের

ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করল কিউইরা

প্রকাশিত: ০৪:৫৬, ১৩ ডিসেম্বর ২০১৭

ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করল কিউইরা

স্পোর্টস রিপোর্টার ॥ হ্যামিল্টনেও ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে দিল কিউইরা। ২৪০ রানের বিশাল জয়ে দুই টেস্টের সিরিজে সফরকারীদের ‘হোয়াইটওয়াশ (২-০)’ করল কেন উইলিয়ামসনের দল। ৪৪৪ রানের অসম্ভব টার্গেটে ব্যাট করতে নেমে একদিন আগেই দ্বিতীয় ইনিংসে ২০৩ রানে গুটিয়ে গেছে ক্যারিবীয়রা। প্রথম ইনিংসে তাদের সংগ্রহ ছিল ২২১। নিউজিল্যান্ড ৩৭৩ ও ২৯১/৮ ডিক্লেয়ার। নিজ দেশের পক্ষে রেকর্ড ছোঁয়া সেঞ্চুরির (১৭তম) উপহার দিয়ে ম্যাচসেরা হয়েছেন অভিজ্ঞ রস টেইলর। স্লো-ওভার রেটে পাওয়া নিষেধাজ্ঞার কারণে এই ম্যাচে ছিলেন না নিয়মিত উইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডার। পরিবর্তে নেতৃত্ব দেয়া ক্রেইগ ব্রেথয়েটকেও একই কারণে জরিমানার কবলে পড়েছেন! ওয়েলিংটনের প্রথম টেস্টে স্বাগতিকরা জিতেছিল ইনিংস ও ৬৭ রানে। ২০ ডিসেম্বর ওয়াংগেরিতে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে। সর্বশেষে সমান সংখ্যক টি২০। ম্যাচ বাঁচাতে করতে হতো অতিমানবীয় কিছু। ওয়েলিংটনে সেরকম কিছুর ধারে কাছেও যেতে পারেনি সফরকারীরা। নিউজিল্যান্ডের দাপুটে বোলিংয়ে চতুর্থ দিনের চা-বিরতির আগেই গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংস। ক্যারিবীয়দের ‘ভরসা’ ছিলেন যে ব্রেথওয়েট (২০), তাকে ফিরিয়ে দিয়েই দিনের শুরুটা করেন ট্রেন্ট বোল্ট, এটি ছিল টেস্টে তার ২০০তম উইকেট। অল্প রানের ব্যবধানে শাই হোপ (২৩), শেন ডওরিচকে (০) ফিরিয়ে ওয়েস্ট ইন্ডিজকে বিপদে ফেলেন পেসার নেইল ওয়াগনার। বিপদ আরও বাড়িয়ে দেয় সুনীল আমব্রিসের (৫, আহত অবসর) ইনজুরি। প্রথম ইনিংসে ‘হিট উইকেট’ হওয়া আমব্রিস ওয়াগনারের বাউন্সার সামলাতে গিয়ে হাতে আঘাত পান। ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছেড়েছেন, এই ইনিংসে আর ব্যাটিংয়ে নামতে পারেনি তিনি। এমন কি আসন্ন ওয়ানডে সিরিজ থেকেও ছিটকে গেছেন তরুণ এই ক্রিকেটার। সতীর্থদের আসা যাওয়ার মিছিলে ব্যতিক্রম ছিলেন শুধু রোস্টন চেইস। অন্যরা যেখানে বোল্ট-ওয়াগনারদের সামলাতেই পারছিলেন না, তিনি একাই বুক চিতিয়ে লড়েছেন। তার ৬৪ রানের ইনিংসের কল্যাণেই লাঞ্চের পরও নিউজিল্যান্ডকে জয়ের জন্য অপেক্ষা করতে হয়। ওয়াগনারের বলে চেজ ফেরার পর পরাজয়ের ব্যবধান কমিয়েছে কেমার রোচের ‘পাগলাটে’ ব্যাটিং। ৩২ রান করে অন্তিম মুহূর্তে কিউই বোলারদের কিছুটা হতাশ করেছেন এই যা। স্পিনার মিচেল স্যান্টনার তাকে বোল্ড করেই তুলে নেন বিশাল জয়। ওয়াগনার ৩ আর বোল্ট, টিমস সাউদি ও স্যান্টনার প্রত্যেকে নিয়েছেন দুটি করে উইকেট। দ্বিতীয় ইনিংস অপরাজিত ১০৭ রানের ক্ল্যাসিক্যাল সেঞ্চুরির জন্য ম্যাটসেরা হয়েছেন অভিজ্ঞ উইলোবাজ রস টেইলর। স্কোর ॥ নিউজিল্যান্ড প্রথম ইনিংস ৩৭৩ (১০২.২ ওভার; রাভাল ৮৪, লাথাম ২৩, উইলিয়ামসন ৪৩, টেইলর ১৬, নিকোলস ১৩, স্যান্টনার ২৪, ডি গ্র্যান্ডহোম ৫৮ ব্লান্ডেল ২৮, ওয়াগনার ১, সাউদি ৩১, বোল্ট ৩৭*; গ্যাব্রিয়েল ৪/১১৯, রোচ ৩/৫৮, কামিন্স ২/৫৭, চেইস ০/৯০, রেইফার ১/৩৬, ব্রেথওয়েট ০/১২) ও দ্বিতীয় ইনিংস ২৯১/৮ ডিক্লেঃ (৭৭.৪ ওভার; রাভাল ৪, ল্যাথাম ২২, উইলিয়ামসন ৫৪, টেইলর ১০৭*, নিকোলস ৫, স্যান্টনার ২৬, ডি গ্র্যান্ডহোম ২২, ব্লান্ডেল ১, ওয়েগনার ৮, সাউদি ২২*; গ্যাব্রিয়েল ২/৫২, রোচ ০/২৮, কামিন্স ৩/৬৯, রেইফার ১/৫২, ব্রেথওয়েট ০/৩৩, চেইস ২/৫১)। ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংস ২২১ (৬৬.৫ ওভার; ব্রেথওয়েট ৬৬, পাওয়েল ০, হেটমায়ার ২৮, হোপ ১৫, চেইস ১২, আমব্রিস ২, ডাওরিচ ৩৫, রোচ ১৭, রেইফার ২৩*, কামিন্স ১৫, গ্যাব্রিয়েল ০; সাউদি ২/৩৪, বোল্ট ৪/৭৩, ডি গ্র্যান্ডহোম ২/৪০, ওয়াগনার ২/৭৩) ও দ্বিতীয় ইনিংস ২০৩ (৬৩.৫ ওভারে লক্ষ্য ৪৪৪; ব্রেথওয়েট ২০, পাওয়েল ০, হেটমায়ার ১৫, শাই হোপ ২৩, চেইস ৬৪, আমব্রিস ৫, ডাওরিচ ০, রেইফার ২৯, রোচ ৩২, কামিন্স ৯, গ্যাব্রিয়েল ০*; সাউদি ২/৭১, বোল্ট ২/৫২, ওয়েগনার ৩/৪২, ডি গ্র্যান্ডহোম ০/২০, স্যান্টনার ২/১৩)। ফল ॥ নিউজিল্যান্ড ২৪০ রানে জয়ী। ম্যান অব দ্যা ম্যাচ ॥ রস টেইলর (নিউজিল্যান্ড)। সিরিজ ॥ দুই টেস্টের সিরিজ নিউজিল্যান্ড ২-০তে জয়ী। আবারও মেসির ভাইয়ের জেল স্পোর্টস রিপোর্টার ॥ আবারও কারারুদ্ধ হলেন লিওনেল মেসির বড় ভাই মাতিয়াস মেসি। ২০০৮ সালে আগেয়াস্ত্র রাখার করণে কোমরে দড়ি পড়েছিল তার। সেই ঘটনারই পুনরাবৃত্তি হলো আবার। এবারের কারণটাও একই। প্রোসিকিউটরের দাবি, মাতিয়াস নিজের কাছে আগ্নেয়াস্ত্র রেখেছিল। সাইবার ক্রাইম এ্যান্ড ওয়েপন্সের শীর্ষকর্তা লুকাস আলতারে জানান যে, সোমবার মাতিয়াস হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পরই ৩০০ কিলোমিটার দূরে রোজারিওতে নিজের বাড়ি চলে যান। ৩০ নবেম্বর তার রক্তাক্ত বোট থেকে উদ্ধার করা হয় পিস্তল। তারপর থেকেই তাকে পুলিশ খুঁজছিল। কিন্তু পাওয়া যায়নি। অবশেষে সোমবার তাকে নিজের বাড়ি থেকেই গ্রেফতার করে পুলিশ।
×