ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ফিফা ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ আল-জাজিরা

পঞ্চম শিরোপার হাতছানি কোচ জিদানের

প্রকাশিত: ০৪:৫৪, ১৩ ডিসেম্বর ২০১৭

পঞ্চম শিরোপার হাতছানি কোচ জিদানের

জিএম. মোস্তফা ॥ চলতি বছরে ইতোমধ্যেই চারটি শিরোপার দেখা পেয়েছে রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ লা লিগা, স্প্যানিশ সুপার কাপ, উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ ছাড়াও উয়েফা সুপার কাপের ট্রফি জিতেছে জিনেদিন জিদানের দল। আবুধাবিতে চলছে ফিফা ক্লাব বিশ্বকাপ। এই ট্রফিটা উঁচিয়ে ধরতে পারলেই ২০১৭ সালে পঞ্চম শিরোপার দেখা পাবে রিয়াল মাদ্রিদ। সেই সঙ্গে এই শিরোপা জয় তাদের ক্লাব ইতিহাসে সবচেয়ে সফল বছরের স্বীকৃতিও উপহার দেবে। ক্লাব বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। যে কারণেই এবারের আসরে সরাসরি সেমিফাইনালে খেলছে জিদানের শিষ্যরা। আজ শেষ চারের লড়াইয়ে তাদের প্রতিপক্ষ আল-জাজিরা। চলতি বছরের এপ্রিল থেকে আগস্টের মধ্যে এই চারমাসে লা লিগা, চ্যাম্পিয়ন্স লীগ, ইউয়েফা ও স্প্যানিশ সুপার কাপ জিতে রিয়াল মাদ্রিদ নিজেদের শ্রেষ্ঠত্বের প্রমাণ করেছে। কিন্তু তারপর থেকেই ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারছে না। এর পেছনে অবশ্য ঘরোয়া ও আন্তর্জাতিক মিলিয়ে খেলোয়াড়দের ব্যস্ত সূচীকেই দায়ী করা হচ্ছে। লা লিগায় বর্তমানে লীগ টেবিলের শীর্ষে থাকা বার্সিলোনার চেয়ে আট পয়েন্ট পিছিয়ে তৃতীয় স্থানে আছে মাদ্রিদ। চ্যাম্পিয়ন্স লীগের গ্রুপপর্বে টটেনহ্যামের কাছে হেরে গ্রুপের দ্বিতীয় দল হিসেবে নকআউট পর্ব নিশ্চিত করেছে। শেষ ১৬’তে মাদ্রিদের প্রতিপক্ষ ফরাসী জায়ান্ট প্যারিস সেইন্ট জার্মেই। তবে আল-জাজিরার বিপক্ষে ম্যাচের আগে নিজেদের সর্বশেষ ম্যাচটাই অনুপ্রেরণা হতে পারে রোনাল্ডো-রামোসদের। কেননা শনিবার লা লিগায় সেভিয়াকে ৫-০ গোলে বিধ্বস্ত করে বেশ ফুরফুরে মেজাজেই রয়েছে মাদ্রিদ। কিন্তু তারপরও দলের তারকাদের গোলখরা কিছুটা হলেও মাদ্রিদের কোচ জিনেদিন জিদানকে দুশ্চিন্তায় ফেলেছে। লা লিগায় এখন পর্যন্ত ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও করিম বেনজেমা মিলে ৬ গোল করেছেন। মৌসুমের প্রথম ১১ ম্যাচ থেকে সি আর সেভেনের পা থেকে এসেছে চার গোল। অন্যদিকে ফরাসী স্ট্রাইকার করিম বেনজেমা করেছেন দুটি গোল। অন্যদিকে গ্যারেথ বেল সেপ্টেম্বরের পর মাত্র একটি ম্যাচে অল্প সময়ের জন্য বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমেছিলেন। তারপরও ক্লাব বিশ্বকাপে ওয়েলস তারকা বেলকে সঙ্গী হিসেবে রেখেছেন জিদান। যিনি সেভিয়ার বিপক্ষে জয়ের পরই তার শিষ্যদের পারফর্মেন্সে সন্তুষ্টির কথা জানিয়েছিলেন। এ প্রসঙ্গে রিয়াল মাদ্রিদের ফরাসী কোচ বলেন, ‘আমরা সবদিক দিয়েই উন্নতি করছি। ভাল খেললে সুযোগ সৃষ্টি হবেই। আমরা অনেক সুযোগ সৃষ্টি করেছি।’ এদিকে গত সপ্তাহেই ক্যারিয়ারে পঞ্চম ব্যালন ডি’অর জয়ের স্বাদ পেয়েছেন রিয়াল মাদ্রিদের পর্তুগীজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তার পরদিনই লা লিগায় সেভিয়ার বিপক্ষে জ্বলে ওঠেন সি আর সেভেন। একাই দুই গোল করেন তিনি। আর তার এইফর্মে ফেরা বেশ সময়োচিত। কেননা ক্লাব বিশ্বকাপের পরই যে এল ক্ল্যাসিকো। আগামী ২৩ ডিসেম্বর মৌসুমের প্রথম এল ক্ল্যাসিকোতে ঘরের মাঠে বার্সিলোনাকে আতিথ্য দিবে মাদ্রিদ। মধ্যপ্রাচ্যের টুর্নামেন্ট শেষ হবার পরই এল ক্ল্যাসিকোর মাধ্যমে বছর শেষ করবে গ্যালাক্টিকোরা। ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালের আগে শিরোপা ধরে রাখার ব্যাপারে দারুণ আশাবাদ প্রকাশ করেছেন রিয়ালের অধিনায়ক। এ প্রসঙ্গে রিয়ালের স্প্যানিশ ডিফেন্ডার সার্জিও রামোস বলেন, ‘এখানে আসতে পারাটা সত্যিই সৌভাগ্যের। আমরা শিরোপা ধরে রাখতেই মাঠে নামব। অনেক লক্ষ্য নিয়ে আমরা প্রস্তুতি গ্রহণ করেছি। সেভিয়ার বিপক্ষে দারুণ একটি ম্যাচের পরে দলের সকলের আত্মবিশ্বাসও তুঙ্গে।’ এদিকে আগামী জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে চেলসির ব্রাজিলিয়ান ডিফেন্ডার ডেভিড লুইসকে কেনার ব্যাপারে বেশ সিরিয়াস রিয়াল। স্প্যানিশ আউটলেট ‘ডন ব্যালন’ তাদের এক প্রতিবেদনে ঠিক এমনটাই জানিয়েছে। সেই প্রতিবেদনে তারা উল্লেখ করেছে, ডিফেন্সে সার্জিও রামোসের সঙ্গী হিসেবে ডেভিড লুইসকে চান রিয়াল মাদ্রিদের সভাপতি ফ্লোরেন্টিনো পেরেজ। যদিওবা হাঁটুর ইনজুরির কারণে লুইস বর্তমানে মাঠের বাইরে ছিটকে পড়েছেন। তারপরও আলোচনার তুঙ্গে এই ব্রাজিলিয়ান রক্ষণসৈনিক। তবে লুইসের ব্যাপারে মুখ খুলতে নারাজ ব্লুজদের অভিজ্ঞ কোচ এ্যান্তনিও কন্টে। এ প্রসঙ্গে সাবেক জুভেন্টাসের এই কোচ বলেন, ‘এ ব্যাপারে কথা বলার এটাই সঠিক সময় বলে মনে করি না আমি। কেননা, ট্রান্সফার উইন্ডোর আগে আমাদের অনেকগুলো ম্যাচ তাই এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নয়।’ প্রিমিয়ার লীগের বর্তমান চ্যাম্পিয়ন চেলসি। তবে এই মৌসুমে পারফর্মেন্সের সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি কন্টের দল।
×