ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বেবিচকের নির্বাহী প্রকৌশলী আছির গ্রেফতার

প্রকাশিত: ০৪:৩১, ১৩ ডিসেম্বর ২০১৭

বেবিচকের নির্বাহী প্রকৌশলী আছির গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥ জ্ঞাত আয় বহির্ভূত দুই কোটি টাকার বেশি সম্পদ অর্জনের মামলায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচকের) নির্বাহী প্রকৌশলী মোঃ আছির উদ্দিনকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তিনি বেবিচকের ইএন্ডএম বিভাগের নির্বাহী প্রকৌশলী হিসেবে কর্মরত। মঙ্গলবার সকালে দুদকের উপপরিচালক ও মামলার তদন্ত কর্মকর্তা মনজুর আলম শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করেন। দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রনব কুমার ভট্টাচার্য বলেন, দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে আছির উদ্দিন ভিত্তিহীন ও মিথ্যা তথ্য দিয়েছেন। পর্যালোচনা করে দেখা যায়, তিনি দুই কোটি ৪৮ লাখ ৭৮ হাজার ৫শ ৯৬ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। ‘টাকা ছাড়া কাজ করব না- এটা স্বাধীনতা নয়’ স্টাফ রিপোর্টার ॥ দুদক কর্মকর্তাদের টাকাই ক্ষমতা, এই কৃত্রিম ধারণা ভাঙ্গতে ও স্বাধীনতা মানে এই নয় যে টাকা ছাড়া মানুষের কাজ করব না এমন ধারণা থেকে সরে আসার আহ্বান জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ। মঙ্গলবার দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির কর্মকর্তাদের উদ্দেশে তিনি এসব কথা বলেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কোর ‘ইন্টারন্যাশনাল মেমরি অব দ্য ওয়ার্ল্ড রেজিস্টার’ এ অন্তর্ভূক্তির মাধ্যমে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্যের স্বীকৃতি লাভ করায় দুদক এই অনুষ্ঠানের আয়োজন করে। ইকবাল মাহমুদ বলেন, স্বাধীনতা মানে এই নয় টাকা ছাড়া মানুষের কাজ করব না অথবা কাজের বিনিময়ে অনৈতিক কিছু চাওয়া-পাওয়া, এটা হতে পারে না।
×