ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কাতারে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশী নিহত

প্রকাশিত: ০৪:৩০, ১৩ ডিসেম্বর ২০১৭

কাতারে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশী নিহত

নিজস্ব সংবাদদাতা, মীরসরাই, চট্টগ্রাম ॥ কাতারে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশী নিহত হয়েছে। নিহত দুইজনের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম সামসুদ্দিন রিয়াদ চৌধুরী। তার বাড়ি চট্টগ্রামের মীরসরাই উপজেলায়। তিনি কাতারের মীরসরাই সমিতির সদস্য ছিলেন। অন্যজনের নাম জানা যায়নি। তবে তার বাড়ি চট্টগ্রামের রাউজানে বলে জানা গেছে। সোমবার কাতার সময় সন্ধ্যা ৬টায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তারা মারা যান। বর্তমানে নিহতদের মরদেহ কাতারের ওয়াকরা হাসপাতালের মর্গে রাখা হয়েছে। কাতারের মীরসরাই সমিতি সূত্রে জানা গেছে, নিহত রিয়াদের বাবার নাম বাহার চৌধুরী। মীরসরাই উপজেলার ১ নং করেরহাট ইউনিয়নের পশ্চিম অলিনগরে তার বাড়ি। মাদক সম্রাট দুলাল ফের গ্রেফতার স্টাফ রিপোর্টার ॥ বার বার তাকে গ্রেফতার করা হয়। বার বারই মুচলেকা দিয়ে জামিন নেয়, জীবনে আর মাদকের ব্যবসা করবে না বলে। তারপরও থামেনি মাদক বাণিজ্য। রাজধানীর কুখ্যাত মাদক সম্রাট দুলালকে মঙ্গলবার আবারও গ্রেফতার করা হয়। মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের ঢাকা মেট্রোর একটি টিম বিশেষ অভিযান চালিয়ে তাকে মগবাজার মোড় থেকে আটক করে। এ সময় একই সঙ্গে জব্দ করা হয়েছে একটি প্রাইভেট কার, মাদকদ্রব্য ও নগদ টাকা।
×