ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বিএনপি আন্দোলনে নামলে তা প্রতিহত করতে রাজপথে থাকবে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ॥ তারানা

প্রকাশিত: ০৪:২৯, ১৩ ডিসেম্বর ২০১৭

বিএনপি আন্দোলনে নামলে তা প্রতিহত করতে রাজপথে থাকবে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ॥ তারানা

বিশেষ প্রতিনিধি ॥ আগামী নির্বাচনকে সামনে রেখে বিএনপি আন্দোলনে নামলে তা প্রতিহত করতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট রাজপথে থাকবে বলে জানিয়েছেন সংগঠনটির সভাপতি তারানা হালিম। মঙ্গলবার সচিবালয়ে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সঙ্গে বৈঠকে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম এ কথা বলেন। তারানা হালিম বলেন, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট একটি ঐক্যবদ্ধ শক্তি। এখানে শুধু শিল্পী নয়, ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইনজীবী, কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবী ও শিক্ষক রয়েছেন। আমরা এমন একটি প্ল্যাটফর্ম যখনই দেশে কোন ক্রান্তিকাল উপস্থিত হয়, আমাদের একদিন বা দু’দিন সময়ে দিলে দু’হাজার-তিনহাজার সমর্থক নিয়ে রাস্তায় দাঁড়াতে সক্ষম। তিনি বলেন, এখন যে বিভিন্ন স্বার্থ নিয়ে বঙ্গবন্ধুর নামটা ব্যবহার করে সংগঠন গড়ে উঠেছে আমরা সে রকম নাম সর্বস্ব কোন সংগঠন নই। আমরা বঙ্গবন্ধুকে অন্তরে ধারণ করি, কাজে প্রমাণ করি, আদর্শ লালন করি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে কোন ডাকে আমরা রাজপথে ছিলাম। জোটের সভাপতি বলেন, আমাদের শিল্পীরা নির্ভীক। একটা ধারণা আছে যে শিল্পীরা শান্তিপ্রিয়। কিন্তু প্রয়োজনে আমরা রাজপথে থাকতে পারি। লাঠিপেটা খেতে পারি। আমরা কখনও লক্ষ্য থেকে বিচ্যুত হই না। আমরা মুক্তিযদ্ধের পক্ষে কাজ করে যাচ্ছি, যুদ্ধাপরাধীদের বিচারের জন্য আমরা সবসময়ই রাজপথে ছিলাম। অগ্নি সন্ত্রাসের বিরুদ্ধে আমরা বলিষ্ঠ কণ্ঠস্বর ছিলাম। বেগম খালেদা জিয়া যেভাবে হুমকি-ধামকি দিচ্ছেন, আন্দোলন করবেন, সেই আন্দোলন প্রতিহত করার জন্য বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট রাজপথে থাকবে।
×