ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মানহানি ও রাষ্ট্রদ্রোহ

মাহমুদুর রহমানের বিরুদ্ধে আরও ৭ মামলা

প্রকাশিত: ০৪:২৮, ১৩ ডিসেম্বর ২০১৭

মাহমুদুর রহমানের বিরুদ্ধে আরও ৭ মামলা

জনকণ্ঠ ডেস্ক ॥ ‘আমার দেশ’ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে মানহানি ও রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে আরও সাতটি মামলা হয়েছে। বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারকে কটূক্তি এবং দেশের সার্বভৌমত্বে আঘাত করে বক্তব্য দেয়ায় মাহমুদুর রহমানের বিরুদ্ধে এসব মামলা দায়ের করা হয়। মঙ্গলবার পাবনা, ময়মনসিংহ, চাঁপাইনবাবগঞ্জ, নড়াইল, কুমিল্লা, টাঙ্গাইল ও মেহেরপুরে মামলা করা হয়। খবর স্টাফ রিপোর্টার, নিজস্ব সংবাদদাতা ও সংবাদদাতাদের। আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে পাবনায় মানহানি ও রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে মামলা হয়েছে। মঙ্গলবার দুপুরে সেক্টর কমান্ডার্স ফোরাম মুক্তিযুদ্ধ ’৭১ পাবনা জেলা শাখার সভাপতি মুক্তিযোদ্ধা আ স ম আব্দুর পাকন পাবনা আমলী আদালত-১ মামলাটি দাখিল করেন। বিচারক রেজাউল করিম বাদীপক্ষের বক্তব্য শুনে মামলাটি আমলে নিয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণের কথা বলেন। মামলার বাদীপক্ষের আইনজীবী হলেন পাবনা জেলা বারের সভাপতি মোঃ শাহ আলম। মামলায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদেরও আসামি করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ ॥ বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে কটূক্তি করায় আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে মানহানি ও রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে মঙ্গলবার দুপুরে চাঁপাইনাবগঞ্জে মামলা হয়েছে। নড়াইল ॥ নড়াইলের আমলী আদালতে আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহম্মেদ ও বাংলাদেশ ডেমোক্র্যাটিক কাউন্সিলের সভাপতি এমএ হালিমের নামে এক হাজার কোটি টাকার মানহানি মামলা দায়ের হয়েছে। কুমিল্লা ॥ নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা- ১২ ডিসেম্বর ॥ কুমিল্লার আদালতে মাহমুদুর রহমানের বিরুদ্ধে এক হাজার কোটি টাকার মানহানির মামলা হয়েছে। মঙ্গলবার দুপুরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১নং আমলী আদালতে কুমিল্লা শহর ছাত্রলীগের সহসভাপতি এ্যাডভোকেট মোঃ জিয়াউল হাসান চৌধুরী সোহাগ বাদী হয়ে এ মামলা দায়ের করেন। টাঙ্গাইল ॥ মাহমুদুর রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও মানহানি মামলা হয়েছে টাঙ্গাইলেও। জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুজ্জামান সোহেল মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সদর আমলী আদালতে এই মামলা দায়ের করেন। মেহেরপুর ॥ মাহমুদুর রহমানের বিরুদ্ধে মেহেরপুরে মানহানি মামলা দায়ের হয়েছে। মঙ্গলবার দুপুরে মেহেরপুর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাহিদুজ্জানের আদালতে মামলাটি করেন জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লাভলী ইয়াসমিন। ময়মনসিংহ ॥ মাহমুদুর রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও মানহানির মামলা দায়ের করা হয়েছে ময়মনসিংহের আদালতে। মঙ্গলবার দুপুরে ময়মনসিংহের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১ নম্বর আমলী আদালতে মামলাটি দায়ের করেছেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল।
×