ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

লিজিং কোম্পানিগুলো শেয়ার কিনছে বেশি

প্রকাশিত: ০৪:২০, ১৩ ডিসেম্বর ২০১৭

লিজিং কোম্পানিগুলো শেয়ার কিনছে বেশি

অর্থনৈতিক রিপোর্টার ॥ শেয়ারবাজারে তালিকাভুক্ত লিজিং খাতের কোম্পানিগুলো শেয়ার বিক্রয়ের চেয়ে বেশি কিনছে। তালিকাভুক্ত ১৩ লিজিং কোম্পানিতে বিক্রয়ের তুলনায় বেশি শেয়ার ক্রয় করা হয়েছে। আর ৭ কোম্পানিতে ক্রয়ের তুলনায় বেশি বিক্রয় করা হয়েছে। এক্ষেত্রে বিক্রয়ের তুলনায় ৪৪৭ শতাংশ বেশি শেয়ার কেনা হয়েছে। লিজিং কোম্পানিগুলোর ৯ মাসের (জানুয়ারি-সেপ্টেম্বর ২০১৭) সমন্বিত আর্থিক হিসাবে এসব তথ্য পাওয়া গেছে। দেখা গেছে, ১৩ লিজিং কোম্পানির নিট ৫০৬ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার ক্রয় করা হয়েছে। আর ৭ লিজিং কোম্পানির নিট ৭৮ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার বিক্রয় করা হয়েছে। এক্ষেত্রে ২০ লিজিং কোম্পানির হিসাবে নিট ৪২৮ কোটি ৪৯ লাখ টাকার বা ৪৪৭ শতাংশ বেশি শেয়ার কেনা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালক শাকিল রিজভী বলেন, শেয়ার বাজারের চালিকা শক্তি প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীরা। আর তারা যেহেতু শেয়ার কিনছে, এটা নিসন্দেহে শেয়ারবাজারের জন্য ইতিবাচক। গত ৯ মাসে সবচেয়ে বেশি শেয়ার কিনেছে আইডিএলসি ফাইন্যান্স। প্রতিষ্ঠানটির নিট ১৮৮ কোটি ৯২ লাখ টাকার শেয়ার কেনা হয়েছে। এরপরে দ্বিতীয় অবস্থানে থাকা ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) নিট ১৩১ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার কিনেছে। আর ৫২ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার কিনে তৃতীয় অবস্থানে রয়েছে লংকাবাংলা ফাইন্যান্স। এদিকে নিট হিসাবে শেয়ার বিক্রয়ে এগিয়ে রয়েছে পিপলস লীজিং এ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস। প্রতিষ্ঠানটি চলতি বছরের মোট ৩ প্রান্তিকে নিট ২৫ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার বিক্রয় করেছে। এছাড়া দ্বিতীয় অবস্থানে থাকা ইন্টারন্যাশনাল লীজিং এ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস নিট ২৩ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার বিক্রয় করেছে। আর ১৪ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার বিক্রয়ে তৃতীয় অবস্থানে রয়েছে উত্তরা ফাইন্যান্স এ্যান্ড ইনভেস্টমেন্ট। উল্লেখ্য, জুন ক্লোজিং আইসিবি ১ম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর ২০১৭) শেয়ার ক্রয় বিবেচনায় নেয়া হয়েছে। আর বে-লিজিং এ্যান্ড ইনভেস্টমেন্ট, ফারইস্ট ফাইন্যান্স এ্যান্ড ইনভেস্টমেন্ট ও ফার্স্ট ফাইন্যান্সের আর্থিক হিসাব পাওয়া যায়নি।
×