ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভোটার দিবস ॥ ১ জানুয়ারি অথবা ৭ জুলাইকে বেছে নিতে চায় ইসি

প্রকাশিত: ০৭:২৭, ১২ ডিসেম্বর ২০১৭

ভোটার দিবস ॥ ১ জানুয়ারি অথবা ৭ জুলাইকে বেছে নিতে চায় ইসি

স্টাফ রিপোর্টর ॥ প্রতি বছর ভোটার দিবস পালনের জন্য ১ জানুয়ারি অথবা ৭ জুলাইকে বেছে নিতে চায় ইসি। ইতোমধ্যে এ দুটি দিনের মধ্যে যে কোন একটিকে ভোটার দিবস হিসেবে স্বীকৃতি দিতে সরকারী অনুমোদনের জন্য পাঠাবে তারা। দুটি দিনের নাম উল্লেখ করে মন্ত্রিপরিষদ বিভাগের অনুমোদনের জন্য পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা গেছে। মন্ত্রিপরিষদ বিভাগের অনুমোদনের পরই কেবল দেশে ‘ভোটার দিবস’ হিসেবে স্বীকৃতি পাবে। এর আগে গত ২৭ নবেম্বর নির্বাচন কমিশনের সভায় দেশে বছরের একটি দিনকে ভোটার দিবস হিসেবে উদ্যাপনের সিদ্ধান্ত নেয়া হয়। বিশেষ করে ভোটার হওয়ার যোগ্যদের ভোটার হতে উৎসাহ দিতে বছরের একদিন ‘ভোটার’ দিবস করার এই নীতিগত সিদ্ধান্ত নেয়া হয় বলে জানান ইসির ভারপ্রাপ্ত সচিব হেলাল উদ্দিন আহমদ। কমিশনের সিদ্ধান্তের পরদিন সহকারী সচিব মোঃ মোশাররফ হোসেন স্বাক্ষরিত ইসির কার্যপত্রে বলা হয়, প্রতি বছর ৭ জুলাই বা ১ জানুয়ারি ভোটার দিবস উদ্যাপনের তারিখ নির্ধারণ করা যেতে পারে। পৃথিবীর সব দেশে ভোট অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশন মুখ্য দায়িত্ব পালন করে থাকে। দেশে জাতীয় নির্বাচন থেকে শুরু করে স্থানীয় নির্বাচনসহ সব ধরনের নির্বাচনে দায়িত্ব পালন করে থাকে বাংলাদেশ নির্বাচন কমিশন। এ ছাড়া সুষ্ঠু নির্বাচনের জন্য আইন বিধি প্রণয়ন, প্রতি বছর যোগ্যদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা, নির্বাচনের আগে নির্ভুল ভোটার তালিকা প্রকাশ করার জন্য সংশ্লিষ্ট কাজ কমিশনকেই করতে হয়। নির্বাচনসংশ্লিষ্ট এতবড় মুখ্য দায়িত্ব পালন করলেও দেশে এখন পর্যন্ত কোন ভোটার দিবস নেই।
×