ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

তারুণ্যের মাঝে সোফিয়া

প্রকাশিত: ০৬:২৪, ১২ ডিসেম্বর ২০১৭

তারুণ্যের মাঝে সোফিয়া

ঢাকায় হয়ে যাওয়া ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৭-এর বিশেষ আকর্ষণ ছিল কথা বলতে পারা রোবট সোফিয়া। মানবাকৃতির এই রোবটের প্রতি মুগ্ধতায় পরিপূর্ণ ছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী থেকে শুরু করে সারাদেশের তরুণ-যুবারা। হংকংয়ের রোবট নির্মাণ প্রতিষ্ঠান হ্যানসন রোবটিকস তৈরি করে রোবট সোফিয়াকে। কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন সোফিযা প্রায় মানুষের মতোই মুখভঙ্গি করতে পারে। তবে তার এমন প্রতিক্রিয়া আগে থেকেই নির্ধারিত নয়। আলাপচারিতার সময় ‘মেশিন লার্নিং’ পদ্ধতির মাধ্যমে শেখা ও সংরক্ষিত তথ্য থেকেই প্রতিক্রিয়া জানায় রোবটটি। এই রোবট একজন সৌদি নারীর চেয়েও বেশি অধিকার ভোগ করছে কিনা সেটা নিয়ে নানা আলোচনা-সমালোচনা চলতে থাকে। সৌদি আরবের রিয়াদ নগরীতে গত অক্টোবর মাসে এক অনুষ্ঠানে এই রোবটটি প্রদর্শন করা হয়েছিল। প্রদর্শনীতে উপস্থিত শত শত প্রতিনিধি রোবটটি দেখে এতটাই মুগ্ধ হন যে সেখানে সঙ্গে সঙ্গেই এটিকে সৌদি নাগরিকত্ব দেয়া হয়। এলান টিউরিংকে বলা হয় কৃত্রিম বুদ্ধিমত্তার জনক। ১৯৫০ সালের দিকে এলান টিউরিং একটি মেশিন বুদ্ধিমান কিনা, তা পরীক্ষা করার জন্য একটি টেস্ট এর কথা উল্লেখ করে গিয়েছেন, যা টিউরিং টেস্ট নামে পরিচিত। ওই সময় কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে অনেক রিসার্চ হলেও এরপর অনেকদিন অও নিয়ে রিসার্চ বন্ধ থাকে। প্রধান একটা কারণ হিসেবে ধরা হয় কম্পিউটেশনাল পাওয়ার। ওই সময়কার কম্পিউটারগুলো তখন এত পাওয়ারফুল ছিল না। কম্পিউটারের প্রসেসিং পাওয়ার বাড়ার সঙ্গে সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে আবার রিসার্চ শুরু হয়েছে। কিছুদিন আগে ঋধপবনড়ড়শ, এড়ড়মষব, অসধুড়হ মিলে অও এর উপর রিসার্চ করার জন্য চুক্তিবদ্ধ হয়েছে। ঊষড়হ গঁংশ গঠন করেছেন ঙঢ়বহঅও নামক প্লাটফরম। বুদ্ধিমান প্রোগ্রাম তৈরি করার জন্য প্রধান যে বিষয়টা দরকার তা হচ্ছে Knowledge Representation & Reasoning। আর সুন্দরভাবে Knowledge Representation & Reasoning এর জন্য মানুষের ব্রেইন কিভাবে কাজ করে, বিজ্ঞানীরা তার অনুকরণ করার চেষ্টা করছে। আমরা মহাকাশ নিয়ে গবেষণা করি। মঙ্গলে মানুষের কলোনি তৈরি করার স্বপ্ন দেখি। সবই করি এই মস্তিষ্কটাকে কাজে লাগিয়ে। মহাকাশ অনেক দূরে হয়েও আমরা অনেক কিছু জানতে পারি। কিন্তু মস্তিষ্কটা কিভাবে কাজ করে, এখনো তা ঠিকমতো আমরা বুঝে উঠতে পারিনি। যতটুকু বুঝে উঠেছি আমরা, তত টুকু ব্যবহার করেই আমরা বুদ্ধিমান সিস্টেম তৈরি করার চেষ্টা করছি। মানুষের মস্তিষ্ক নিউরন দ্বারা গঠিত। আমাদের মস্তিষ্কে প্রায় ১০০ বিলিয়ন নিউরন রয়েছে। এগুলো একটা নেটওয়ার্কের মতো একটা একটার সঙ্গে কানেক্টেড । এই জৈবিক নিউরাল নেটওয়ার্কের অনুকরণ করেই আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক তৈরি করা হয়েছে। আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক কৃত্রিম বুদ্ধিমত্তার একটা অংশ মাত্র। মূলত এটি হচ্ছে মেশিন লার্নিয়ের একটা শাখা। আর মেশিন লার্নিং হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটি শাখা। মেশিন লার্নিং ছাড়া অও এর অন্যান্য বিষয়গুলো হচ্ছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, অবজেক্ট রিকগনিশন, প্যাটার্ন রিকগনিশন, রোবটিক্স, ইভোলিউশনারি কম্পিউটেশন যেমন জেনেটিক এ্যালগরিদম, ফাজি সিস্টেম, প্রবাবিলিটি, প্রিডিকশন, Knowledge management সহ অন্যান্য। ডিজিটাল ওয়ার্ল্ডের প্রথম দিন বুধবার বেলা আড়াইটা থেকে সাড়ে ৪টা পর্যন্ত সোফিয়াকে রাখা হয় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে। সেখানে ‘টেক-টক উইথ সোফিয়া’ শিরোনামে একটি অনুষ্ঠানে অংশ নেয় সে। এর ডিজাইনার ডেভিড হ্যানসন সোফিয়ার কারিগরি দিক নিয়ে বক্তৃতা দেন । সোফিয়াকে নিয়ে তরুণ প্রজন্মের মধ্যে দেখা দেয় উন্মাদনা, চার-পাঁচটি টিভি লাইভে অংশ নেয় সোফিয়া। প্রত্যেকবার সে ভিন্ন ভিন্ন উত্তর দিয়ে মুগ্ধ করে দর্শকদের, তরুণদের অভিমত- দেরিতে হলেও এমন ব্যতিক্রমী ও শিক্ষণীয় আয়োজন দেশকে আইসিটি খাতে উন্নত করবে, রোবট সোফিয়া হয়ত সেই আমেজটাই ছড়িয়ে দিয়ে গেল...
×