ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সোহানা গ্রুপের উদ্যোগ

কক্সবাজারে তিনটি সিনেপ্লেক্স হচ্ছে!

প্রকাশিত: ০৬:০৯, ১২ ডিসেম্বর ২০১৭

কক্সবাজারে তিনটি সিনেপ্লেক্স হচ্ছে!

স্টাফ রিপোর্টার ॥ পর্যটন নগরী কক্সবাজারে বৃহত্তম বিনোদন কমপ্লেক্স নির্মাণ করতে যাচ্ছে বেসরকারী উদ্যোক্তা প্রতিষ্ঠান সোহানা গ্রুপ। সুখবর হচ্ছে ১১৩ কাঠা জমির ওপর নির্মিতব্য একটি প্রকল্পে চলচ্চিত্রপ্রেমীদের জন্য কক্সবাজারে গড়ে ওঠছে নতুন তিনটি সিনেপ্লেক্স। সববয়সী মানুষের বিনোদনের কথা মাথায় রেখে তৈরি হচ্ছে হোয়াইট স্যান্ড রিসোর্ট। এখানে থাকছে বৃহৎ এক শপিংমল ও নতুন সিনেপ্লেক্স। কক্সবাজারে এবারই প্রথম এই সিনেপ্লেক্সে দর্শকরা একসঙ্গে দেশীয় চলচ্চিত্রের পাশাপাশি বিদেশী ভাষার নতুন চলচ্চিত্র উপভোগ করতে পারবেন। এ প্রসঙ্গে সোহানা গ্রুপের কর্ণধার মোঃ মিজানুর রহমান বলেন, পাঁচ লাখ বর্গফুট জুড়ে থাকছে ৩০০ এর বেশি রুমের এক পাঁচ তারকা হোটেল। এর নাম হোয়াইট স্যান্ড রিসোর্ট। আমরা কক্সবাজারকে বদলে দিতে চাই। একজন মানুষ দুই তিনদিনের জন্য কক্সবাজার গেলে তেমন কোন বিনোদনকেন্দ্র খুঁজে পায় না। তাই সববয়সী মানুষের কথা মাথায় রেখে কক্সবাজারে তৈরি হচ্ছে বৃহত্তম এই বিনোদন কমপ্লেক্স। তিনি আরও বলেন, সিনেপ্লেক্সের পাশাপাশি সেখানে থাকবে ২টি ফুডকোর্ট, আর্ন্তজাতিক মানের কনফারেন্স ও মিটিং হল। শিশুদের কথা মাথায় রেখে থাকছে কিডস জোন, গেমস রুম, জুস বার ও ক্লাব। ইনফিনিটি সুইমিং পুল, এ্যামিউজমেন্ট পার্কের পাশাপাশি হোয়ইট স্যান্ড রিসোর্টের আগত অতিথিদের জন্য থাকছে চলচ্চিত্র দেখার বিশেষ সুযোগ। নতুন বছরে চালু হবে নতুন তিন সিনেপ্লেক্স। সোহানা গ্রুপের কর্ণধার মোঃ মিজানুর রহমান যিনি একাধারে একজন সফল উদ্যোক্তা এবং বিনিয়োগকারী। ওয়ালটন বাংলাদেশে ভাইস-প্রেসিডেন্ট হিসেবে সফলতা অর্জন করার পাশাপাশি বাংলাদেশী তৈরি ইলেকট্রনিক পণ্য দেশে ও বিদেশে বাজারজাতকরণে তার অবদান অতুলনীয়। তিনি এশিয়ান টিভি চ্যানেলে ম্যানেজিং ডিরেক্টর হিসেবেও আত্মপ্রকাশ করেছিলেন। আধুনিক শপিং মলসহ পাঁচ তারকা হোটেল হোয়াইট স্যান্ড রিসোর্টের প্রকল্প বাস্তবায়নের পথে হাঁটছেন তিনি।
×