ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রূপসা রেলসেতু নির্মাণে হর্ষবর্ধনের সন্তোষ

প্রকাশিত: ০৬:০৯, ১২ ডিসেম্বর ২০১৭

রূপসা রেলসেতু নির্মাণে হর্ষবর্ধনের সন্তোষ

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ খুলনা-মংলা রেল প্রকল্পের রূপসা রেলসেতুর নির্মাণ কাজের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেছেন ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা। সোমবার দুপুরে খুলনার লবণচরা এলাকায় রেলসেতুর নির্মাণ কাজ পরিদর্শনে এসে তিনি সন্তোষ প্রকাশ করেন। এ সময় তিনি বলেন, রেলসেতু ও খুলনা- মংলা রেললাইন স্থাপনের কাজ দ্রুত এগিয়ে চলেছে। নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন হবে বলে তিনি আশাবাদী। শ্রিংলা আরও বলেন, খুলনা-মংলা রেল প্রকল্প ভারত সরকারের অগ্রাধিকারভিত্তিক প্রকল্পের তালিকায় রয়েছে। তিনি সংশ্লিষ্টদের ২০১৯ সালের মধ্যেই সেতুসহ খুলনা-মংলা রেললাইনের কাজ সম্পন্ন করার তাগিদ দেন। ভারতীয় হাইকমিশনার বলেন, খুলনা-কলকাতা বন্ধন এক্সপ্রেস বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের অর্থনীতিতে যেমন প্রভাব ফেলবে তেমনি দুই দেশের সম্পর্ক আরও জোরদার হবে। তিনি জানান, খুলনাতে উপ-ভারতীয় দূতাবাস স্থাপনের কাজও চলছে।
×