ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

পটিয়ায় মাদক বিক্রেতা গুলিতে নিহত

প্রকাশিত: ০৬:০৮, ১২ ডিসেম্বর ২০১৭

পটিয়ায় মাদক বিক্রেতা গুলিতে নিহত

নিজস্ব সংবাদদাতা, পটিয়া, ১১ ডিসেম্বর ॥ মাদক বিক্রির বিরোধকে কেন্দ্র করে পটিয়ায় আবদুল আলিম (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে প্রতিপক্ষ গুলি করে হত্যা করেছে। সে উপজেলার খরনা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের খলিল সওদাগর বাড়ির বাসিন্দা। সোমবার ভোরে মাদক ব্যবসায়ীদের দুইপক্ষের গুলাগুলির এক পর্যায়ে আলিম গুলিবিদ্ধ হয়ে মারা যায়। পুলিশ সকালে খরনা রেলস্টেশন এলাকা থেকে লাশ উদ্ধার করে। এ ঘটনায় উপজাতি সন্ত্রাসী মাতা তঞ্চগ্যা ত্রিপুরা (৩৫) নামের একজনকে মাদকসহ গ্রেফতার করেছে। নিহত আলিম ও তার সহোদর আবদুল মালেকের বিরুদ্ধে ডাকাতি, মাদক ব্যবসা ও পুলিশের ওপর হামলার ঘটনায় ৪টি মামলা রয়েছে। জানা গেছে, উপজেলার দক্ষিণ খরনা গ্রামের মৃত কবির আহমদ উপজাতি মহিলাকে বিয়ে করার সুবাধে দীর্ঘদিন ধরে কবির আহমদ ও তার স্ত্রীর সঙ্গে উপজাতিদের সম্পর্ক ছিল। কবির আহমদের দুই পুত্র আবদুল আলীম ও আবদুল মালেক দীর্ঘদিন ধরে উপজাতিদের নিয়ে চন্দনাইশ উপজেলার ধোপাছড়ি পাহাড়ী এলাকা থেকে চোলাই মদের ব্যবসা করে আসছিল। সোমবার ভোরে দুই পক্ষের মধ্যে গুলি বিনিময় হয়। পরে পালিয়ে আসার পথে আবদুল আলিম গুলিবিদ্ধ হয়ে মারা যায়।
×