ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মনপুরায় ভাঙ্গনরোধ প্রকল্পের কাজ উদ্বোধন

প্রকাশিত: ০৬:০৬, ১২ ডিসেম্বর ২০১৭

মনপুরায় ভাঙ্গনরোধ প্রকল্পের কাজ উদ্বোধন

নিজস্ব সংবাদদাতা, ভোলা, ১১ ডিসেম্বর ॥ সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ভোলার বিচ্ছিন্ন দ্বীপ মনপুরায় ১৯২ কোটি টাকা ব্যয়ে ভাঙ্গনরোধ প্রকল্পের কাজ শুরু হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের অধীনে রামনেওয়াজ ও ঘোষের হাট রক্ষা প্রকল্পের মাধ্যমে সোমবার দুপুরে এ কাজের উদ্বোধন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ নজরুল ইসলাম বীর প্রতীক এমপি ও পরিবেশ ও বন উপমন্ত্রী আলহাজ আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি। দীর্ঘদিনের মনপুরাবাসীর প্রাণের দাবি নদী ভাঙ্গনরোধে সিসি ব্লক স্থাপন কাজ শুরু হওয়ায় মনপুরার মানুষের মধ্যে ব্যাপক আনন্দ উৎসাহ বিরাজ করছে। স্থানীয় হাজার হাজার মানুষ মনপুরা উপজেলা আওয়ামী লীগের আয়োজনে সংসদ সদস্য ও পরিবেশ ও বন উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবকে সংবর্ধনা দেয়। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব) মোহাম্মদ নজরুল ইসলাম বলেছেন, আমাদের উন্নয়নের একটা ম্যাজিক রয়েছে। আর সেই ম্যাজিকের নাম হচ্ছে শেখ হাসিনা। খালেদা জিয়া যখন ক্ষমতায় ছেড়ে যায় তখন বাংলাদেশ ব্যাংকে মাত্র ৩২ থেকে ৩৩ হাজার কোটি টাকা ছিল। বাংলাদেশকে বাঁচিয়ে রাখার টাকাও ছিল না। কিন্তু সম্প্রতি এক রিপোর্টে দেখা গেছে খালেদা জিয়া ও তার পুত্র কোষাগারকে খালি করে বাংলাদেশ থেকে সরিয়েছে ৪০ হাজার কোটি টাকা। এই হলো খালেদা জিয়া ও জোট সরকার। প্রতিমন্ত্রী এ সময় দেশকে অগ্রগতির পথে এগিয়ে নেয়ার জন্য আগামী শেখ হাসিনাকে আবার ক্ষমতায় আনার আহ্বান জানান। এছাড়া মন্ত্রী স্থানীয় হাজার হাজার মানুষের দাবির প্রেক্ষিত মনপুরার কলাতলি চরে বেড়িবাঁধ ও ক্রসডেম স্থাপন করার ঘোষণা দেন ও পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলীকে দ্রুত এ ব্যাপারে কারিগরি কাজ করার জন্য নির্দেশ দেন। মনপুরা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সেলিনা আক্তার চৌধুরীর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী সাজিদুর রহমান সরদার, তত্ত্বাবধায়ক প্রকৌশলী জহিরউদ্দিন আহম্মেদ প্রমুখ।
×