ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

খামারবাড়ির ভবন রক্ষার আদেশ স্থগিত

প্রকাশিত: ০৬:০০, ১২ ডিসেম্বর ২০১৭

খামারবাড়ির ভবন রক্ষার আদেশ স্থগিত

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর ফার্মগেটে অবস্থিত খামারবাড়িতে প্রতিষ্ঠিত ল্যাবরেটরি শতবর্ষী ভবনসহ ক্যাম্পাসের ঐতিহ্যবাহী সব ভবন রক্ষায় হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন সুপ্রীমকোর্টের আপীল বিভাগ। একই সঙ্গে সব ভবন রক্ষায় জারি করা রুল দ্রুত নিষ্পত্তি করতে হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চকে নির্দেশ দেয়া হয়েছে। এর ফলে খামারবাড়ি ক্যাম্পাসের মধ্যে থাকা সব স্থাপনা ভেঙ্গে ফেলতে কোন বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। সন্তান প্রসবের সময় প্রসূতির পেটে গজ রেখে অস্ত্রোপচারের ঘটনায় ভুয়া চিকিৎসক রাজনকে গ্রেফতার দেখিয়ে শাহবাগ থানায় সোপর্দ করার জন্য সুপ্রীমকোর্ট প্রশাসনকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। দীর্ঘদিন ধরে সংস্কার না করায় সরকারী খাস পুকুর অবৈধ দখলদারের কবলে চলে যাচ্ছে বলে হাইকোর্টে প্রতিবেদন দাখিল করেছেন গাজীপুর জেলা প্রশাসক (ডিসি)। প্রতিবেদন গ্রহণ করে এ বিষয়ে আগামী ২৫ জানুয়ারি শুনানির জন্য দিন ধার্য করেছেন আদালত। শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে বৈবাহিক অবস্থা জানতে চাওয়া কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। সোমবার আপীল বিভাগ ও হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ এ আদেশ প্রদান করেছেন।
×