ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মিশন ক্যান্সার বাংলাদেশের কার্যনির্বাহী কমিটি গঠন

প্রকাশিত: ০৫:৫৮, ১২ ডিসেম্বর ২০১৭

মিশন ক্যান্সার বাংলাদেশের কার্যনির্বাহী কমিটি গঠন

ক্যান্সার আক্রান্ত রোগীদের সকল প্রকার সহায়তা প্রদানের লক্ষ্যে মিশন ক্যান্সার বাংলাদেশ নামে জনসেবামূলক একটি সংগঠন গঠিত হয়েছে। এই সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য হলো দরিদ্র ক্যান্সার আক্রান্ত রোগীদের আর্থিক সহায়তা, সচেতনতামূলক প্রচার এবং চিকিৎসাসহ সার্বিক সহায়তা প্রদান করা। সম্প্রতি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডাঃ মনিরুজ্জামান খানকে সভাপতি, অধ্যাপক ডাঃ সৈয়দ মোজাফ্ফর আহমেদকে সাধারণ সম্পাদক ও ডাঃ মোঃ নাজমুল করিম মানিককে কোষাধ্যক্ষ করে ১৫ সদস্য বিশিষ্ট একটি কার্যনির্বাহী কমিটি ও ২১ সদস্য বিশিষ্ট একটি সাধারণ কমিটি গঠন করা হয়। কার্যনির্বাহী কমিটির সদস্যরা হলেন- সভাপতি, অধ্যাপক ডাঃ মনিরুজ্জামান খান, বিএসএমএমইউ, সহ-সভাপতি, ডাঃ মোঃ খোরশেদ আলম, উপ-পরিচালক (হাসপাতাল), বিএসএমএমইউ, সাধারণ সম্পাদক, অধ্যাপক ডাঃ সৈয়দ মোজাফ্ফর আহমেদ, বিএসএমএমইউ, কোষাধ্যক্ষ, ডাঃ মোঃ নাজমুল করিম, বিএসএমএমইউ, যুগ্ম-সাধারণ সম্পাদক ডাঃ মোঃ বেলাল এইচ সরকার, বিএসএমএমইউ। সদস্যবৃন্দ হলেন অধ্যাপক ডাঃ মোহাম্মদ আলী আসগর মোড়ল, কোষাধ্যক্ষ, বিএসএমএমইউ, অধ্যাপক মইনুল ইসলাম, বিএসএমএমইউ, ডাঃ জহির আহমেদ, পরিচালক, এস পি আর সি, ডাঃ আনোয়ারুল ইসলাম, সহযোগী অধ্যাপক, বিএসএমএমইউ, মোঃ শফিকুল ইসলাম, সহকারী পরিচালক, বিএসএমএমইউ, নাজিয়া ইসলাম, ফার্মেসি অফিসার, বিএসএমএমইউ, সোলায়মান বাবু, ব্যবসায়ী ও সমাজসেবক, ডাঃ রকিব উদ্দিন আহমেদ, ক্যান্সার বিশেষজ্ঞ, সাদেক হোসেন বাবুল, সমাজসেবক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব, মোঃ বেলায়েত আলী, বিএসএমএমইউ। -বিজ্ঞপ্তি
×