ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ফেঞ্চুগঞ্জের ২৩০ কেভি ট্রান্সফরমার পুড়ে গেছে

প্রকাশিত: ০৫:৫৬, ১২ ডিসেম্বর ২০১৭

ফেঞ্চুগঞ্জের ২৩০ কেভি ট্রান্সফরমার পুড়ে গেছে

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ ফেঞ্চুগঞ্জের ২৩০ কেভি বৈদ্যুতিক সাব স্টেশনের একটি বিশালাকার ট্রান্সফরমার আগুনে পুড়ে গেছে। এ কারণে মৌলভীবাজার জেলাসহ সিলেটের দুটি উপজেলায় বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। ফায়ার সার্ভিসের পাঁচটি টিম প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। বিদ্যুত উন্নয়ন বোর্ড, সিলেট অঞ্চলের প্রধান প্রকৌশলী রতন কুমার বিশ্বাস জানিয়েছেন, অগ্নিকা-ের কারণে মৌলভীবাজার জেলার পাশাপাশি ফেঞ্চুগঞ্জ উপজেলা ও বিয়ানীবাজার উপজেলার আংশিক এলাকা বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। তারা বিদ্যুত সংযোগ স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছেন। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে পূর্ব কচুয়াবহর এলাকার ১৩০/১৩২ কেবি পাওয়ার ট্রান্সমিটার কেন্দ্রে এ অগ্নিকা-ের ঘটনা ঘটে। ফেঞ্চুগঞ্জ বিদ্যুত উপকেন্দ্রের ইনচার্জ নিক্সন চন্দ্র দাস জানান, সকালে পাওয়ার ট্রান্সমিটারে ধোঁয়ার কু-লী দেখে কর্তৃপক্ষকে জানান। পরে ফেঞ্চুগঞ্জ ফায়ার স্টেশন, সার কারখানা ফায়ার স্টেশন দীর্ঘ সময় চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে না পারায় সিলেট ফায়ার স্টেশন থেকে দমকল কর্মীরা প্রায় ৩ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। যান্ত্রিক ত্রুটির কারণে এ আগুনের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। আগুনে কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে তার পরিমাণ এখনও জানা যায়নি। নিরাপত্তার জন্য এখনও ফায়ার সার্ভিসের সদস্যরা ও ফেঞ্চুগঞ্জ থানা পুলিশ এলাকায় (পূর্ব কচুয়াবহর) অবস্থান করছেন।
×