ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ভারতে মার্শাল আর্ট চ্যাম্পিয়নশিপে হাবিবেব স্বর্ণ জয়

প্রকাশিত: ০৫:৫৪, ১২ ডিসেম্বর ২০১৭

ভারতে মার্শাল আর্ট চ্যাম্পিয়নশিপে হাবিবেব স্বর্ণ জয়

স্পোর্টস রিপোর্টার ॥ ভারতের কলকাতার সাইন্স সিটিতে অনুষ্ঠিত বুম মিক্সড মার্শাল আর্ট চ্যাম্পিয়নশিপে ফ্লাইওয়েট ক্যাটাগরিতে স্বর্ণপদক জিতেছেন বাংলাদেশের হাবিব পারভেজ। তিনি বাংলাদেশের প্রথম প্রফেশনাল মিক্স মার্শাল আর্ট খেলোয়াড়। এশিয়ান গেমসের সম্প্রীতির বার্তা পৌঁছে দিতে ফান রান স্পোর্টস রিপোর্টার ॥ আগামী বছরের ১৮ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত হবে এশিয়ান গেমস। এতে অংশ নেবে ৪৫ দেশ। এই গেমসের সম্প্রীতি এবং শান্তির বার্তা পৌঁছে দিতে ২৮ দেশে পর্যায়ক্রমে ফান রান কর্মসূচী হাতে নিয়েছে যৌথভাবে ওসিএ এবং এশিয়ান গেমস অর্গানাইজিং কমিটি। এ উপলক্ষে ওসিএ এবং এশিয়ান গেমস অর্গানাইজিং কমিটির দুই প্রতিনিধি এখন বাংলাদেশে। সোমবার সকালে এই কর্মসূচী পালন করেছে বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিয়েশনের (বিওএ) ফান রান অর্গানাইজিং কমিটি। বিওএর মহাসচিব সৈয়দ শাহেদ রেজার নেতৃত্বে বিশেষ টি-শার্ট পরে বিভিন্ন জাতীয় ক্রীড়া ফেডারেশন সমূহ, ক্রীড়াবিদ এবং ক্রীড়া সংগঠক, ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং শারীরিক শিক্ষা কলেজের শিক্ষার্থীদের সমন্বয়ে প্রায় পাঁচ শ’ অংশগ্রহণকারীর অংশগ্রহণে এই ফান রান কর্মসূচী পালিত হয়। অংশগ্রহণকারীদের হাতে সার্টিফিকেট তুলে দিয়েছে বিওএ। এছাড়া তাদের মধ্যে লটারির মাধ্যমে ভাগ্যবান ৩০ জনকে স্মারক পুরস্কার মেডেল গলায় পরিয়ে দেয়া হয়।
×