ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

রাফায়েল ও শেখ জামালের রেকর্ডের এক রাত...

প্রকাশিত: ০৫:৫৩, ১২ ডিসেম্বর ২০১৭

রাফায়েল ও শেখ জামালের রেকর্ডের এক রাত...

স্পোর্টস রিপোর্টার ॥ এক বিরল ও শ্বাসরুদ্ধকর ঘটনা ঘটেছে সোমবার, বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। বিপিএল ফুটবলে শেখ জামাল ধানম-ি ক্লাব ৬-৪ গোলে হারিয়েছে আরামবাগকে। না, এটা টাইব্রেকারের স্কোরলাইন নয়। দু’বার এগিয়ে গিয়েও হেরেছে আরামবাগ। প্রথম লেগেও তাদের ৩-১ গোলে হারিয়েছিল শেখ জামাল। মজার বিষয়Ñ ওই ম্যাচেও আগে লিড নিয়ে হেরেছিল আরামবাগ। নিজেদের ১৬ ম্যাচে এটা জামালের একাদশ জয়। ৩৭ পয়েন্ট তাদের। অবস্থান পয়েন্ট টেবিলে দ্বিতীয়। পেছনে ফেলল ঢাকা আবাহনীকে (৩৬)। শেখ জামালের নাইজিরিয়ান ফরোয়ার্ড রাফায়েল ওদোভিন সোমবারের ম্যাচে হ্যাটট্রিক করেন। জোড়া গোল করেন গাম্বিয়ান ফরোয়ার্ড সলোমন কিং কানফর্ম। অপর গোলটি করেন ফরোয়ার্ড নুরুল আবসার। আরামবাগের গোল করেন দুই মিডফিল্ডার রবিউল হাসান, শাহরিয়ার বাপ্পী এবং ফরোয়ার্ড সুমন আলী, বুকোলো ওলালেকান। জামালের রাফায়েলের এটা ব্যক্তিগত দ্বিতীয় হ্যাটট্রিক। যা চলমান লীগের তৃতীয়। প্রথমটি করেন সাইফের হেম্বার ভ্যালেন্সিয়া। দ্বিতীয়টি করেন রাফায়েল। তবে রাফায়েলের কৃতিত্ব হচ্ছে এই ম্যাচে তিনি করেন চার গোল, যা এক ম্যাচে ব্যক্তিগত সর্বাধিক গোলের কৃতিত্ব। সোমবার হ্যাটট্রিক করার পাশাপাশি এককভাবে চলতি লীগের সর্বোচ্চ গোলদাতাও (১১ গোল) বনে যান রাফায়েল। ১০ গোল করে দ্বিতীয় স্থানে তার সতীর্থ সলোমন। মোহামেডানের নাইজিরিয়ান ফরোয়ার্ড কিংসলে চিগোজি ৯ গোল করে আছেন তৃতীয় স্থানে। জামাল-আরামবাগ ম্যাচে মোট গোল হয়েছে ১০। চলতি লীগে যা এক ম্যাচে সর্বোচ্চ গোলের রেকর্ড। এর আগে ৭ গোল হয়েছিল মোহামেডান-ব্রাদার্স ম্যাচে।
×