ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

প্রযুক্তি ব্যবহারে কৃষকদের অনীহায় কৃষি উৎপাদনে শীর্ষস্থানে যেতে পারছে না দেশ

প্রকাশিত: ০৫:৩৮, ১২ ডিসেম্বর ২০১৭

প্রযুক্তি ব্যবহারে কৃষকদের অনীহায় কৃষি উৎপাদনে শীর্ষস্থানে যেতে পারছে না দেশ

অর্থনৈতিক রিপোর্টার ॥ আধুনিক প্রযুক্তি ব্যবহারে কৃষকদের অনীহা আর দুর্বল বিপণন কাঠামোর কারণে কৃষি উৎপাদনে শীর্ষস্থান অর্জন করতে পারছে না বাংলাদেশ। রবিবার রাজধানীর ফার্মগেটের কৃষি গবেষণা পরিষদে আয়োজিত এক সেমিনারে এ মন্তব্য করেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এ সময়, কৃষিখাতে বিদ্যমান সমস্যা সমাধানের পাশাপাশি কৃষক স্বার্থ সুরক্ষায় সরকারের নীতিমালায় পরিবর্তন আনা হবে বলেও জানান পরিকল্পনামন্ত্রী। সেমিনারে দীর্ঘমেয়াদী কৃষিখাতের উন্নয়নে চাষাবাদ প্রক্রিয়ার আধুনিকায়নের ওপর জোর দেন বিশেষজ্ঞরা। সার্ক চার্টার দিবস উপলক্ষে সেশনভিত্তিক ৪টি সেমিনার ও একদিনের কৃষি উপকরণ প্রদর্শনীর আয়োজন করে বাংলাদেশ কৃষি অধিদফতর।
×