ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বেসরকারী খাতে কাক্সিক্ষত বিনিয়োগ হচ্ছে না

প্রকাশিত: ০৫:৩৮, ১২ ডিসেম্বর ২০১৭

বেসরকারী খাতে কাক্সিক্ষত বিনিয়োগ হচ্ছে না

অর্থনৈতিক রিপোর্টার ॥ স্বাধীনতার সাড়ে চার দশক পরও বেসরকারী খাতে কাক্সিক্ষত বিনিয়োগ হচ্ছে না বাংলাদেশে। এর কারণ হিসেবে উদ্যোক্তারা দায়ী করছেন, জমির স্বল্পতা, গ্যাস-বিদ্যুত সঙ্কট ও ঋণের উচ্চ সুদের হারকে। সেই সঙ্গে রয়েছে দীর্ঘমেয়াদী নীতিমালার অভাব ও অবকাঠামোগত সীমাবদ্ধতা। সময়ের সঙ্গে বেড়েছে আস্থার সঙ্কট ও ব্যবসার খরচ। তবে বিনিয়োগের পরিবেশ সৃষ্টিতে রোডম্যাপ করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ-বিডা। স্বাধীনতার পর একই সঙ্গে চলে দেশ পুনর্গঠন ও অর্থনৈতিক উন্নয়নের কাজ। ভঙ্গুর অবকাঠামোর মধ্যে আশির দশক পর্যন্ত বিনিয়োগ হয়েছে মূলত সরকারী পর্যায়ে। বেসরকারীখাতে বিনিয়োগ আকর্ষণে ১৯৮৯ সালে গঠন করা হয় বিনিয়োগ বোর্ড। তবে নানা জটিলতার কারণে কার্যকর ভূমিকা রাখতে পারেনি সংস্থাটি। পরিসংখ্যানে দেখা যাচ্ছে, ২০০৫ সালে ৪৩ হাজার ৩৫৬ কোটি ৪ লাখ ১৮হাজার ৫২৯, ২০১০ সালে ৬৫ হাজার ৮৩৪ কোটি ৪ লাখ ৪৮ হাজার ৭৩৬, ২০১৫ সালে ৯৪ হাজার ৯৭৯ কোটি ২ লাখ ৩৮ হাজার ৩৫৪, ২০১৬ সালে ১ লাখ ৯২ হাজার ৯২৫ কোটি ২ লাখ ৯২ হাজার ৯৩৯।
×