ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

‘মুক্তিযোদ্ধাকে অমুক্তিযোদ্ধা বানানোর সংবাদ সম্মেলন ভুণ্ডল’

প্রকাশিত: ০৫:৩২, ১২ ডিসেম্বর ২০১৭

‘মুক্তিযোদ্ধাকে অমুক্তিযোদ্ধা বানানোর সংবাদ সম্মেলন ভুণ্ডল’

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বীর মুক্তিযোদ্ধা বাবুল চিশতীকে অমুক্তিযোদ্ধা বলে সোমবার এক সংবাদ সম্মেলনে যে অভিযোগ তোলা হয়েছে, তাকে মিথ্যা, বানোয়াট এবং উদ্দেশ্য প্রণোদিত উল্লেখ করে বকশীগঞ্জের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মফিজউদ্দিন, সাবেক জেলা ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম, মুক্তিযোদ্ধা গোলাম হোসেন এবং মুক্তিযোদ্ধা প্রফেসর আফসার উদ্দিন বলেন, বকশীগঞ্জের তিন শ’ প্রকৃত মুক্তিযোদ্ধার মধ্যে মাহবুবুল হক চিশতী (বাবুল চিশতী) একজন। তারা আরও বলেন, আমরা সবাই একসঙ্গে থেকে একই কমান্ডে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি। তাই বাবুল চিশতীকে অমুক্তিযোদ্ধা বলা সম্পূর্ণ অনভিপ্রেত এবং ক্ষমার অযোগ্য। আমরা এই মিথ্যা ও বানোয়াট অপবাদের বিচার চাই। বকশীগঞ্জ উপজেলার এই বীর মুক্তিযোদ্ধারা বলেন, একজন বীর মুক্তিযোদ্ধার পরিচয়কে বিতর্কিত করার অসৎ উদ্দেশ্যে আয়োজিত উক্ত সংবাদ সম্মেলন ভুণ্ডল করে দেয়া হয়েছে। পরবর্তীতে ঐ সংবাদ সম্মেলনটি গণশুনানিতে পরিণত হয়। উল্লেখ্য, বর্তমান সরকার মুক্তিযোদ্ধা তালিকায় অমুক্তিযোদ্ধাদের নাম এনে কর্তব্য পালনে অবহেলা, উদাসীনতা ও অদক্ষতার পরিচয় দিয়েছে বলে মন্তব্য করে সংবাদ সম্মেলন করেন বিএনপি-জামায়াতপন্থী একদল মুক্তিযোদ্ধা। সোমবার সকালে জাতীয় প্রেসক্লাব ভিআইপি লাউঞ্জে লিখিত বক্তব্য পাঠ করেন, জামালপুরের বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ মোঃ সিরাজুল হক। এসময় উপস্থিত ছিলেন লে. কর্নেল (অব) এসআইএম নুরুন্নবী খান বীর বিক্রম, বীর মুক্তিযোদ্ধা ডাঃ জাফরউল্যাহ চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা নঈম জাহাঙ্গীর ও মিজানুর রহমান বীর প্রতীক। -বিজ্ঞপ্তি
×