ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ট্রাম্পের যৌন হয়রানির শিকার নারীদের কথা শোনা উচিত ॥ হ্যালি

প্রকাশিত: ০৫:২৯, ১২ ডিসেম্বর ২০১৭

ট্রাম্পের যৌন হয়রানির শিকার নারীদের কথা শোনা উচিত ॥ হ্যালি

সিবিএসের ‘ফেস দি নেশন’ অনুষ্ঠানে মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালি যুক্তরাষ্ট্রে ট্রাম্প প্রশাসনের একজন সিনিয়র কর্মকর্তা রবিবার বলেছেন, যেসব নারী প্রেসিডেন্টের বিরুদ্ধে যৌন হয়রানি বা নির্যাতনের কথা বলেছেন, তাদের সবার কথা শোনে সে অনুযায়ী ব্যবস্থা নেয়া উচিত। -গার্ডিয়ান। ট্রাম্প প্রশাসনের এই গুরুত্বপূর্ণ সদস্যের নাম নিকি হ্যালি এবং তিনি জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে কর্মরত আছেন। গত সপ্তাহে কথিত যৌন হয়রানির অভিযোগে কংগ্রেসের দু’জন সদস্য পদত্যাগ করার পর এ প্রশ্নটি সামনে চলে আসে যে, নীতি নৈতিকতা ও রাষ্ট্রীয় আইনকানুন কী শুধু সিনেটর ও অন্য সাধারণ মানুষের জন্য প্রযোজ্য, প্রেসিডেন্ট কী সবকিছুর উর্ধে? কেননা ট্রাম্পের হাতে নিগৃহীত নারীর তালিকা কম দীর্ঘ নয়, এর প্রতিকার কী হবে? এর জবাবে সিবিএস চ্যানেলের ‘ফেস দি নেশন’ অনুষ্ঠানে নিকি হ্যালি বলেন, আমরা নির্বাচনের আগেই প্রেসিডেন্টের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ শুনেছি। আমার অভিমত, যেসব নারী মনে করেন তারা যৌন হয়রানি বা নিগ্রহের শিকার, তাদের অভিযোগের বিষয়ে প্রকাশে সোচ্চার হওয়া উচিত। ধনাঢ্য পিতার সন্তান এবং নিজেও বিলিয়ন ডলারের মালিক সেই সঙ্গে একজন মিডিয়া ব্যক্তিত্ব হিসেবে ট্রাম্প জীবনে অনেক নারীর সংস্পর্শে এসেছেন।
×