ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

পরিচ্ছন্ন নগর গড়তে ইমামদের সহযোগিতা চান সাঈদ খোকন

প্রকাশিত: ০৫:২৯, ১২ ডিসেম্বর ২০১৭

পরিচ্ছন্ন নগর গড়তে ইমামদের সহযোগিতা চান সাঈদ খোকন

স্টাফ রিপোর্টার ॥ সবুজ, পরিচ্ছন্ন ও মানবিক নগরী গড়তে ইমাম, ওলামাদেরও সহযোগিতা চেয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। সোমবার অফিসার্স ক্লাবে ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে ডিএসসিসির আওতাভুক্ত সকল মসজিদের ইমাম-মুয়াজ্জিনদের সঙ্গে মতবিনিময়কালে মেয়র এসব কথা বলেন। এ সময় সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিল্লাল, ডিএসসিসির সকল কাউন্সিলরসহ সংস্থাটির সব উর্ধতন কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। মেয়র বলেন, আপনারা মসজিদে বয়ান দেয়ার সময় পরিচ্ছন্ন নগরী গড়তে মুসল্লিদের উদ্দেশে কথা বলবেন। আপনাদের সবার সহযোগিতার মাধ্যমে আমরা পরিচ্ছন্ন নগরী গড়তে পারব। নাগরিক বিভিন্ন সমস্যা সমাধানে সিটি কর্পোরেশন সর্বোচ্চ চেষ্টা করছে জানিয়ে মেয়র বলেন, সবুজ ও পরিচ্ছন্ন নগরী গড়তে জনসচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন ইমামরা। এছাড়া সিটি কর্পোরেশনের হটলাইন ০৯৬১১০০০৯৯৯ নম্বরে ফোন করলে বাড়ি বাড়ি গিয়ে বিনামূল্যে শীতজনিত রোগের স্বাস্থসেবা দেয়া হবে বলেও জানান সাঈদ খোকন। এ সময় কয়েকটি মসজিদের ইমাম মসজিদের হোল্ডিং ট্যাক্স মওকুফ করার জন্য মেয়রের প্রতি আহ্বান জানালে মেয়র বলেন, সব ধর্মীয় প্রতিষ্ঠান ট্যাক্সের আওতার বাইরে। মতবিনিময় শেষে উপিস্থিত সকল ইমাম মুয়াজ্জিন ও মসজিদ কমিটির সদস্যদের আতর, টুপি ও তাসবিহ হাদিয়া প্রদান করা হয়।
×