ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মাহমুদুর রহমানের বিরুদ্ধে মানহানি ও রাষ্ট্রদ্রোহের ৫ মামলা

প্রকাশিত: ০৫:২৫, ১২ ডিসেম্বর ২০১৭

মাহমুদুর রহমানের বিরুদ্ধে মানহানি ও রাষ্ট্রদ্রোহের ৫ মামলা

জনকণ্ঠ ডেস্ক ॥ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে কটূক্তি ও অবজ্ঞা করায় ‘দৈনিক আমার দেশ’ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে পাঁচটি মানহানি ও রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে। সোমবার আদালতে এসব মামলা করেন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের পাঠানো। দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে খুলনার মহানগর হাকিমের আমলি আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে। সোমবার নগরীর ১৬নং ওয়ার্ডের যুব মহিলা লীগের সভাপতি এ্যাডভোকেট নাজিয়া আহমেদ বর্ণা বাদী হয়ে এই মামলাটি দাখিল করেন। আদালতের বিচারক মোঃ আমিরুল ইসলাম বাদী পক্ষের বক্তব্য শুনে মামলাটি আমলে নিয়ে খুলনা সদর থানার ওসিকে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। খুলনা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি সরদার আনিসুর রহমান পপলু এ তথ্য নিশ্চিত করেন। এদিকে খুলনা মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু ও সাধারণ সম্পাদক কেসিসি মেয়র মোঃ মনিরুজ্জামান মনিসহ নেতৃবৃন্দ এক বিবৃতিতে মাহমুদুর রহমানের বিরুদ্ধে মামলা দায়েরের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। এ ঘটনাকে তারা বিরোধী মত দমনে প্রতিহিংসাপরায়ণ রাজনীতি হিসেবে আখ্যায়িত করেন। যশোর ॥ রাষ্ট্রদ্রোহের অভিযোগে মাহমুদুর রহমানের বিরুদ্ধে মামলা হয়েছে যশোরের আদালতে। সোমবার সকালে যশোরের জুডিসিয়াল আমলি আদালতে মামলাটি করেন যশোর জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য, কাশিমপুর ইউনিয়নের চেয়ারম্যান মশিয়ার রহমান সাগর। বিচারক মোঃ শাহিনুর রহমান বাদীর অভিযোগ গ্রহণ করে এ ব্যাপারে আদেশের জন্য মঙ্গলবার দিন ধার্য করেছেন। মামলায় জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক এসএম মাহমুদ হাসান বিপু, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুল ও জেলা ছাত্রলীগের সভাপতি রওশন ইকবাল শাহীকে সাক্ষী করা হয়েছে। মানিকগঞ্জ ॥ মাহমুদুর রহমানের নামে মানিকগঞ্জে এক হাজার কোটি টাকার মানহানি মামলা হয়েছে। সোমবার দুপুরে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আব্দুস সালাম সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ২নং আদালতে এই মামলাটি দায়ের করেন। বাদী পক্ষের আইনজীবী ছিলেন এ্যাডভোকেট প্রবীর কুমার সাহা। গাইবান্ধা ॥ মাহমুদুর রহমানের বিরুদ্ধে সোমবার গাইবান্ধা আমলি আদালতে জেলা যুবলীগ সভাপতি সরদার মোঃ শাহীদ হাসান লোটন একটি মামলা দায়ের করেছেন। মামলাটি আমলে নিয়ে বিচারক আগামী ৩০ জানুয়ারি আদালতে হাজির হওয়ার জন্য আসামি মাহমুদুর রহমানের বিরুদ্ধে সমন জারি করেন বলে বাদীর আইনজীবী নিরঞ্জন কুমার ঘোষ জানান। সিলেট ॥ মাহমুদুর রহমানের বিরুদ্ধে ৫০০ কোটি টাকার মানহানির মামলা করেছেন সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি রাহাত তরফদার। সোমবার দুপুরে সিলেট চিফ মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তিনি এ মামলা দায়ের করেন। বাদীর পক্ষে আদালতে আরও উপস্থিত ছিলেন, এ্যাডভোকেট একেএম শফি উদ্দিন আহমদ, এ্যাডভোকেট কিশোর কুমার কর, এ্যাডভোকেট ময়নুল ইসলাম, এ্যাডভোকেট আব্দুল কুদ্দুস, এ্যাডভোকেট মাহফুজুর রহমান, এ্যাডভোকেট সাকি আহমদ, এ্যাডভোকেট ফয়সল, এ্যাডভোকেট টিপু, এ্যাডভোকেট রিপা সিনহা, এ্যাডভোকেট ফৌজিয়া, এ্যাডভোকেট ইমরান প্রমুখ।
×