ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ওয়ারীতে গৃহবধূকে গুলি করে স্বর্ণের চেন ও ভ্যানিটি ব্যাগ ছিনতাই

আফতাবনগরে নিজ ফ্ল্যাটে তরুণ ব্যবসায়ীকে জবাই

প্রকাশিত: ০৫:২৩, ১২ ডিসেম্বর ২০১৭

আফতাবনগরে নিজ ফ্ল্যাটে তরুণ ব্যবসায়ীকে জবাই

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর বাড্ডার আফতাবনগরে নিজ ফ্ল্যাটে মঞ্জিল হোসেন নামে এক তরুণ ব্যবসায়ীকে জবাই করে হত্যা করা হয়েছে। এদিকে পুরনো ঢাকার ওয়ারীতে ছিনতাইকারীরা শাহিদা নামে এক নারীকে গুলি করে গলার স্বর্ণের চেইন ও ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নিয়ে গেছে। সোমবার সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, আফতাবনগরের নিজ ফ্ল্যাটে মঞ্জিল হোসেন (৩০) নামে এক তরুণ ব্যবসায়ীকে জবাই করে হত্যা করা হয়েছে। তিনি স্থানীয় একটি গাড়ির ওয়ার্কশপের মালিক ছিলেন। সোমবার রাতে বাড্ডা থানার ওসি কাজী ওয়াজেদ আলী জনকণ্ঠকে জানান, বিকেল তিনটার দিকে আফতাবনগরের ডি ব্লকের তিন নম্বর রোডের ৫ নম্বর ৮তলা ভবনের ৬ষ্ঠ তলা থেকে নিজ ফ্ল্যাট থেকে মঞ্জিলের গলাকাটা লাশ উদ্ধার করা হয়। ওসি জানান, নিহতের বাবা-মা বহু আগে মারা গেছেন। তিনি বিয়েও করেননি। ছিলেন ওই ফ্ল্যাটের মালিক। কাজী ওয়াজেদ জানান, কী কারণে কারা মঞ্জিলকে হত্যা করেছে। সে বিষয়ে কিছু জানাতে পারেনি। তিনি জানান, তার আত্মীয় স্বজনকে খবর দেয়া হয়েছে। তারা এলে জিজ্ঞাসাবাদে খুনের ক্লু পাওয়ার চেষ্টা করা হবে। তার লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য রাতে ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে। আফতাবনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ কামরুল হাসান জানান, বিকেলে খবর পেয়ে ওই ফ্ল্যাট থেকে মঞ্জিলের জবাই করা লাশ উদ্ধার করা হয়েছে। তিনি ওই ফ্ল্যাটে একা থাকতেন। বাসা থেকে কোন মালামালও খোয়া যায়নি। কি কারণে তাকে হত্যা করা হয়েছে, তা এখনও অজানা। স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার ওয়ার্কশপের কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ফাঁড়ির এসআই কামরুল জানান, মঞ্জিলের খুনীদের ধরার জন্য একাধিক পুলিশ টিম কাজ করছে। ছিনতাই ॥ ওয়ারীতে ছিনতাইকারীরা শাহিদা আক্তার (২৬) নামে এক নারীকে গুলি করে সর্বস্ব ছিনিয়ে নিয়ে গেছে। পরে গুলিবিদ্ধ অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতের স্বামী শরিফ উদ্দিন জানান, ওয়ারীর লারমিনি স্ট্রিটে পরিবার নিয়ে তারা বসবাস করেন। তিনি জানান, রবিবার রাত সাড়ে দশটার দিকে স্ত্রী শাহিদা রাজধানী সুপার মার্কেট থেকে রিক্সায় করে বাসায় ফিরছিলেন। এক পর্যায়ে সালাউদ্দিন হাসপাতালের পেছনে পৌঁছালে একটি মোটরসাইকেলে করে এসে দুই ছিনতাইকারী তাদের পথরোধ করে। এ সময় ছিনতাইকারীরা তার ডান পায়ে গুলি করে গলার চেইন এবং ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া জানান, রাতে গুলিবিদ্ধ অবস্থায় এক নারীকে হাসপাতালে আনা হয়। কিন্তু পরে উন্নত চিকিৎসার জন্য তাকে প্রাইভেট হাসপাতালে নিয়ে যান তার স্বামী।
×