ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রাজধানীতে গাড়ির ধাক্কায় নিহত ১, বিপণীবিতানে আগুন

প্রকাশিত: ০৮:২০, ১১ ডিসেম্বর ২০১৭

রাজধানীতে গাড়ির ধাক্কায় নিহত ১, বিপণীবিতানে আগুন

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর খিলগাঁওয়ে গাড়ির ধাক্কায় এক ব্যক্তি নিহত হয়েছে। এদিকে মোহাম্মদপুরের কেয়ার মেডিক্যাল কলেজ হাসপাতালের বিল পরিশোধ নিয়ে জটিলতায় পড়া সেই শিশুটি অবশেষে মারা গেছে। উত্তরায় একটি বহুতল বিপণীবিতানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, খিলগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় জাহাঙ্গীর আলম ভূইয়া (৩৮) নামে সাইকেলের এক আরোহী নিহত হয়েছে। তার বাবার নাম সোলায়মান ভূঁইয়া। সে ডেমরার সারুলিয়া সাজেদ ভূঁইয়া রোডের ডগাইর নতুনপাড়ার এলাকার ৩৭/বি নম্বর বাড়িতে সপরিবারে থাকতেন। এদিকে রবিবার বিকেলে ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে তার লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রত্যক্ষদর্শী মানিক জানান, সকালে খিলগাঁওয়ের মাঝামাঝি আমিন গ্রুপের সামনে অজ্ঞাত গাড়ি জাহাঙ্গীর আলমের সাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে আহত অবস্থায় করে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়। সেই শিশুর মৃত্যু ॥ মোহাম্মদপুরের কেয়ার মেডিক্যাল কলেজ হাসপাতালের বিল পরিশোধ নিয়ে জটিলতায় পড়া সেই শিশুটি অবশেষে মারা গেছে। শনিবার রাত ১টার দিকে ঢাকা শিশু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থার তার মৃত্যু হয়। ঢাকা শিশু হাসপাতালের রেজিস্ট্রার এমএ কামাল এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, আমাদের এখানে ভর্তি হওয়ার পর ৪ ঘণ্টা সুযোগ পেয়েছি চিকিৎসা দেয়ার জন্য। শিশুটি অপরিপক্ক অবস্থায় জন্ম নেয়ায় শ্বাসকষ্টসহ কিছু সমস্যায় ভুগছিল। অগ্নিকা- ॥ উত্তরায় একটি বহুতল বিপণীবিতানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কারও হতাহতের খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা ফরিদউদ্দিন জানান, শনিবার রাত সাড়ে ১২টার দিকে উত্তরা ৩ নম্বর সেক্টরের ২ নম্বর সড়কে ১৪তলা ‘নাটোর টাওয়ারের’ চতুর্থ তলায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
×