ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ক্ষমতায় টিকে থাকার জন্য মানবাধিকার জলাঞ্জলি দিয়েছে সরকার ॥ ফখরুল

প্রকাশিত: ০৮:১৩, ১১ ডিসেম্বর ২০১৭

ক্ষমতায় টিকে থাকার জন্য মানবাধিকার জলাঞ্জলি দিয়েছে সরকার ॥ ফখরুল

স্টাফ রিপোর্টার ॥ ক্ষমতায় টিকে থাকার জন্য সরকার মানবাধিকারকে জলাঞ্জলি দিয়েছে এবং হত্যা-গুম করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, হত্যা-গুম বন্ধ করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলে বর্তমান সরকারকে বিদায় করতে হবে। আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে রবিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপি আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপি নেতাকর্মীদের ওপর সরকারের নির্যাতনের চিত্র তুলে ধরে মির্জা ফখরুল বলেন, পার্টির হিসেব মতে, বর্তমান সরকার আমলে শুধু বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হয়েছে ৭৮ হাজার ৩২৩টি। এসব মামলায় আসামি ৭ লাখ ৮৩ হাজার ২৩৮ জন। আর এ সরকারের আমলে সরাসরি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে খুন হয়েছে ৫২০ জন, অপহরণ হয়েছে ৭৪৭ জন, এর মধ্যে এখন পর্যন্ত নিখোঁজ আছে ১৫৭ জন। এ সরকারের আমলে নির্যাতনের শিকার হয়েছে ৩৭ লাখ। বিএনপি মহাসচিব বলেন, গত কয়েক বছরে দেশের অসংখ্য পরিবার অসহায় হয়ে গেছে। তাদের সন্তানসহ পরিবারের অন্য সদস্য হারিয়েছে। বিএনপির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীর সন্তানরা এখনো কাঁদে। প্রতিবছর ঈদের দিন তারা দরজার দিকে তাকিয়ে থাকে, এই বুঝি তাদের বাবা আসবে, তাদের সঙ্গে ঈদ করবে। ফখরুল বলেন, যারাই এ সরকারের বিরুদ্ধে ভিন্নমত পোষণ করছে তাদেরই হত্যা বা গুম করা হচ্ছে। আর পুরো দেশকেই কারাগারে পরিণত করা হয়েছে। ক্ষমতাসীন রাজনৈতিক দলের কাছে আজ দেশের জনগণ অসহায় হয়ে পড়েছে। আমাদের সামনে একটি মাত্র পথ, সেটি হলো গণতান্ত্রিকভাবে ক্ষমতাসীন সরকারকে পরাজিত করার মাধ্যমে বিদায় করে জনগণের সরকার প্রতিষ্ঠা করা। ফখরুল বলেন, খবরের কাগজ পড়লে দেখা যায় ফরহাদ মজহারকে কিভাবে জোর করে তুলে নিয়ে যাওয়া হয়েছিল। তিনি ৫ মাস পর তার বর্ণনা দিয়েছেন। তাকে গুম করার চেষ্টা করা হয়েছিল। শুধু ফরহাদ মজহার নয়, কয়েকদিন আগে একজন রাষ্ট্রদূত নিখোঁজ হয়েছেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্র, সাংবাদিক উৎপল, রাজনৈতিক নেতা কেউ ফিরে আসেননি। আজকে সারাদেশে হত্যা, গুম, খুন, মামলায় জর্জরিত, একটি পরিবার নেই যারা হয়রানির শিকার নয়। মানববন্ধনে আরও বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুুল মঈন খান, বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ, চেয়ারপার্সনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, আব্দুস সালাম, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, হাবিব-উন-নবী খান সোহেল প্রমুখ। দেশে মানবাধিকার বলে কিছু নেই- মওদুদ ॥ দেশে মানবাধিকার বলে কিছু নেই এবং এটি একটি অজানা শব্দ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। রবিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে সাবেক প্রধানমন্ত্রী আতাউর রহমান খানের ২৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিদেশে জিয়া পরিবারের বিনিয়োগের অভিযোগ প্রসঙ্গে সরকারকে উদ্দেশ করে মওদুদ বলেন, এতদিন পর কেন এ ধরনের অভিযোগ করা হচ্ছে? এতদিন কিছু করেন নাই, এখন বিদায়ের সময় এসব নিয়ে কথা বলছেন। বাংলাদেশের মানুষ এসব কোন দিন বিশ্বাস করবে না। কারণ আপনাদের জনপ্রিয়তা শূন্যের কোঠায়। তিনি বলেন, জিয়া পরিবারের বিরুদ্ধে বিদেশে বিনিয়োগের অভিযোগ এসব অভিযোগ প্রমাণ না হলে সরকারকে পদত্যাগ করতে হবে। দোয়া মাহফিলে আরও বক্তব্য রাখেন, বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল মান্নান, শাহ মোয়াজ্জেম, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নাল আবদিন ফারুক প্রমুখ।
×