ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মির্জা ফখরুলের বক্তব্য দুর্নীতিবাজদের পক্ষে নির্লজ্জ আস্ফালন ॥ হাছান মাহমুদ

প্রকাশিত: ০৭:৫৩, ১১ ডিসেম্বর ২০১৭

মির্জা ফখরুলের বক্তব্য দুর্নীতিবাজদের পক্ষে নির্লজ্জ আস্ফালন ॥ হাছান মাহমুদ

বিশেষ প্রতিনিধি ॥ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাম্প্রতিক বক্তব্য দুর্নীতিবাজদের পক্ষে নির্লজ্জ আস্ফালন। রবিবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থা আয়োজিত আন্তর্জাতিক মানবাধিকার দিবস-২০১৭ উপলক্ষে মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, জিয়া পরিবারের দুর্নীতির খবর নতুন নয়। সিঙ্গাপুরে কোকোর দুর্নীতি ধরা পড়েছিল। এফবিআই এসে তারেকের দুর্নীতির বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছিল। খালেদা জিয়া নিজেই জরিমানা দিয়ে কালো টাকা সাদা করে স্বীকার করে নিয়েছিলেন তিনি দুর্নীতির মাধ্যমে অর্থ উপার্জন করেছেন। সুতরাং তিনি স্বীকার করে নিয়েছেন তিনি এবং তার পরিবার দুর্নীতিবাজ। হাছান মাহমুদ বলেন, যখন আরাফাত রহমান কোকোর দুর্নীতি ধরা পড়ল এবং যখন তারেকের দুর্নীতির খবর বের হলো, তখনও বিএনপি নেতারা এই ধরনের আস্ফালন এবং সংবাদ সম্মেলন করে বলেছিল, এগুলো মিথ্যাচার কিন্তু পরবর্তীতে সেগুলো প্রমাণিত হয়েছে। এখনও তাই মির্জা ফখরুলকে বলব অন্য কাউকে দোষারোপ না করে সম্প্রতি প্রকাশিত আপনার নেত্রীর দুর্নীতিগুলো ও তার পুত্রদের পূর্ব প্রকাশিত দুর্নীতিগুলোর জন্য আপনার নেত্রীকে জাতির কাছে ক্ষমা চাইতে বলেন। তিনি বলেন, আরাফাত রহমান কোকোর পাচারের টাকা যেভাবে দেশে ফিরিয়ে আনা হয়েছে, একইভাবে তার মা খালেদা জিয়ার পাচারের টাকাও ফিরিয়ে আনা হবে। সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এম এ খালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সংগঠনের মহাসচিব নুরুল ইসলাম, উপদেষ্টা বিজ্ঞানী ড. আব্দুল খালেক, কামরুল ইসলাম বিটু, হাবিবুর রহমান, বাংলাদেশ স্বাধীনতা পরিষদের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন টয়েল প্রমুখ।
×