ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ঢাকা উত্তর সিটি নির্বাচনে অংশ নেবে বিএনপি ॥ সম্ভাব্য প্রার্থী তাবিথ আউয়াল

প্রকাশিত: ০৭:৪৬, ১১ ডিসেম্বর ২০১৭

ঢাকা উত্তর সিটি নির্বাচনে অংশ নেবে বিএনপি ॥ সম্ভাব্য প্রার্থী তাবিথ আউয়াল

স্টাফ রিপোর্টার ॥ আনিসুল হকের মৃত্যুতে শূন্য হওয়া ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র পদের নির্বাচনে অংশ নেয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। মেয়র পদে প্রার্থী হিসেবে তাবিথ আউয়ালকে মনোনয়ন দেয়ার প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। উল্লেখ্য, ডিএনসিসির সর্বশেষ নির্বাচনেও তাবিথ বিএনপি সমর্থিত প্রার্থী ছিলেন। রবিবার রাতে বিএনপি চেয়ারপার্সনের গুলশানের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়। দলনেত্রী খালেদা জিয়া বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠক সূত্র জানায়, ডিএনসিসি নির্বাচনে অংশগ্রহণ এবং তাবিথ আউয়ালকে মনোনয়ন দেয়াসহ আরও কয়েকটি সিদ্ধান্ত হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী রংপুর সিটি কর্পোরেশনের আসন্ন নির্বাচনে নিজেদের প্রার্থীর পক্ষে প্রচার চালানোর জন্য দলের সিনিয়র নেতাদের সমন্বয়ে একটি টিম পাঠাবে বিএনপি। এছাড়া আগামী জানুয়ারিতে খালেদা জিয়া কয়েকটি জেলা সফর করবেন এবং জনসভায় অংশ নেবেন। বৈঠকে খালেদা জিয়া-তারেক রহমানসহ দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে চলমান মামলা নিয়েও আলোচনা হয়েছে। সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে বিদেশে অর্থ পাচারের যে অভিযোগ তুলেছেন, সেটিকে সম্পূর্ণ ভিত্তিহীন আখ্যায়িত করে তীব্র নিন্দা জানানো হয়। দলের নেতা-কর্মীদের এই অপপ্রচার রাজনৈতিকভাবে মোকাবেলার নির্দেশ দিয়েছেন খালেদা জিয়া। বৈঠকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, তরিকুল ইসলাম, মাহবুবুর রহমান, রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
×