ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রোহিঙ্গা ক্যাম্পে এক এনজিও এক্সপার্টের দৈনিক ব্যয় তিন শ’ ডলার

প্রকাশিত: ০৫:৪৩, ১১ ডিসেম্বর ২০১৭

রোহিঙ্গা ক্যাম্পে এক এনজিও এক্সপার্টের  দৈনিক ব্যয়  তিন শ’ ডলার

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ কক্সবাজারের সমাজ মানবাধিকার সমাজ, রোহিঙ্গাদের সঙ্গে স্থানীয়দের অধিকারকের সমুন্নত রাখুন এ প্রতিপাদ্যকে নিয়ে কক্সবাজার সিভিল সোসাইটি- এনজিও ফোরামের (সিসিএনএফ) উদ্যোগে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপন করা হয়েছে। রবিবার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সিসিএনএফের কো-চেয়ারম্যান আবু মোর্শেদ চৌধুরী খোকার সভাপতিত্বে সেমিনারের প্রধান অথিতি জেলা প্রশাসক মোঃ আলী হোসেন রোহিঙ্গা শরণার্থীদের কারণে কক্সবাজারের আর্থ ও সামাজিক জীবনে কি প্রভাব পড়বে তার ওপর গবেষণা প্রণয়নে গুরুত্ব আরোপ করেন। সিসিএনএফকে এ ব্যাপারে সহযোগিতা করার জন্য আহ্বান জানিয়ে এ ব্যাপারে জেলা প্রশাসন সার্বিক সহযোগিতা করবে মর্মে আশ্বাস প্রদান করেন।
×