ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

স্প্যানিশ লা লিগা ॥ রোনাল্ডোর জোড়া গোল, সেভিয়াকে হারিয়ে বার্সিলোনার সঙ্গে পয়েন্ট ব্যবধানটা কমিয়ে এনেছে জিদানের দল

সেভিয়াকে উড়িয়ে দিল রিয়াল মাদ্রিদ

প্রকাশিত: ০৫:৪২, ১১ ডিসেম্বর ২০১৭

সেভিয়াকে উড়িয়ে দিল রিয়াল মাদ্রিদ

স্পোর্টস রিপোর্টার ॥ স্প্যানিশ লা লিগায় বড় জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। শনিবার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দুই গোলের সৌজন্যে জিনেদিন জিদানের দল ৫-০ গোলে বিধ্বস্ত করেছে সেভিয়াকে। এই জয়ের ফলে লীগ টেবিলের তৃতীয় স্থানে উঠে এসেছে রিয়াল মাদ্রিদ। সেইসঙ্গে মৌসুমের প্রথম এল ক্ল্যাসিকোর মাত্র দুই সপ্তাহ আগে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সিলোনার জন্য একটি সতর্ক বার্তাও ছুড়ে দিল টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নরা। নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে সেভিয়াকে আতিথ্য দেয় রিয়াল মাদ্রিদ। বর্তমান চ্যাম্পিয়নদের সঙ্গে যৌথভাবে সমান পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে থেকেই লড়াই শুরু করেছিল সেভিয়া। কিন্তু প্রথমার্ধেই পাঁচ গোল করে রিয়াল বড় জয়ের ইঙ্গিত দিয়ে ফেলেছিল। ম্যাচের শুরু থেকেই একের পর এক গোল হজম করে সফরকারী সেভিয়া আর ঘুরে দাঁড়াতে পারেনি। এই ম্যাচ জেতায় চিরপ্রতিদ্বন্দ্বী বার্সিলোনার সঙ্গে পয়েন্ট ব্যবধানটাও কমিয়ে এনেছে রিয়াল। ৩৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থাকা বার্সিলোনার সঙ্গে রিয়ালের পয়েন্টের ব্যবধান এখন মাত্র পাঁচ। সেভিয়ার বিপক্ষে ম্যাচের শুরু থেকেই দুর্দান্ত খেলতে থাকেন জিদানের শিষ্যরা। ম্যাচের তিন মিনিটের মধ্যেই রিয়ালকে এগিয়ে দেন নাচো। এরপর ২৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করার পর ৩০ মিনিটে স্পট কিক থেকে নিজের দ্বিতীয় গোল করেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। টনি ক্রুস ও আচরাফ হাকিমি পরের দুই গোল করলে বড় ব্যবধানের জয় পায় রিয়াল। একই সঙ্গে নগর প্রতিদ্বন্দ্বী এ্যাটলেটিকো মাদ্রিদকে টপকে লীগ টেবিলের তৃতীয় স্থানটিও দখল করে রোনাল্ডো-বেনজেমারা। গত বৃহস্পতিবার পঞ্চম ব্যালন ডি’অর জয়ের স্বাদ পান ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সেই সঙ্গে লিওনেল মেসির রেকর্ডেও ভাগ বসান তিনি। শনিবার সেভিয়ার বিপক্ষে ম্যাচ শুরুর আগে পর্তুগীজ তারকা সান্তিয়াগো বার্নাব্যুর সমর্থকদের সামনে হাজির হন সেই পাঁচ ব্যালন ডি’অর নিয়ে। পুরো স্টেডিয়াম তখন নিজেদের দীর্ঘদিনের তারকাকে অভিনন্দন জানায়। মূলত রোনাল্ডোর এই পুরস্কারই যেন রিয়ালকে ম্যাচের আগে শতভাগ উজ্জীবিত করে তোলে। যদিও সার্জিও রামোস, দানি কারভাজাল ও কাসেমিরোর নিষেধাজ্ঞা এবং রাফায়েল ভারানের ইনজুরির কারণে ম্যাচের আগে ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা রক্ষণভাগ নিয়ে দারুণ দুশ্চিন্তায় ছিল। কিন্তু উল্টো সেভিয়ায় নিজেদের রক্ষণভাগের ভুলে তিন মিনিটের মধ্যে রিয়ালকে গোল উপহার দেয়। সেভিয়ার দুই ডিফেন্ডার সাইম কায়ের ও লুইস মিউরিয়েলের ভুলে কর্নার থেকে গোল করে রিয়ালকে এগিয়ে দেন নাচো। লা লিগায় এবার শুরু থেকেই নিষ্প্রভ রোনাল্ডো। তবে চ্যাম্পিয়ন্স লীগে উড়ছেন সি আর সেভেন। চলতি মৌসুমে ইতোমধ্যেই দারুণ এক রেকর্ড গড়েন রিয়ালের এই পর্তুগীজ সুপারস্টার। প্রথম খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়ন্স লীগের গ্রুপপর্বের ছয় ম্যাচের সবকটিতেই গোল করেন তিনি। কিন্তু লা লিগায় প্রথম ১০ ম্যাচ থেকে মাত্র দুই গোল করেন তিনি। তবে সেভিয়ার বিপক্ষেই দেখা যায় ভিন্ন রোনাল্ডোকে। মার্কো এসেনসিওর দারুণ একটি থ্রু পাসে রোনাল্ডো ২৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন। নিজেদের গোল এরিয়ার মধ্যে জেসাস নাভাসের হাতে বল লাগলে রেফারি সেভিয়ার বিপক্ষে পেনাল্টির নির্দেশ দেন। ৩১ মিনিটে স্পট কিক থেকে নিজের দ্বিতীয় গোল করেন রোনাল্ডো। সাত মিনিট পর কাউন্টার এ্যাটাক থেকে লুকাস ভাসকুয়েজের সঙ্গে বল আদান-প্রদান করে রিয়ালের পক্ষে চতুর্থ গোলটি করেন জার্মান মিডফিল্ডার টনি ক্রুস। করিম বেনজেমার অসাধারণ একটি পাস থেকে হাকিমি ৪২ মিনিটে শেষ গোলটি করেন। ক্লাব বিশ্বকাপে অংশ নিতে রবিবারই আবুধাবীর উদ্দেশে দেশ ত্যাগ করেছে রিয়াল। বার্সাকে আতিথ্য দেবার আগে লা লিগা থেকে যে বিরতি পাচ্ছে জিদান শিষ্যরা তা কাজে লাগানোই এখন গ্যালাকটিকোদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তবে সেটা বলবে সময়। জিদান সেভিয়ার বিপক্ষে ম্যাচ জিতেই সন্তুষ্ট। ম্যাচ শেষে মাদ্রিদের কোচ বলেন, ‘সেভিয়ার বিপক্ষে পাঁচ গোল করা খুব একটা সহজ কাজ নয়। সে কারণেই আমাদের উচ্ছ্বাসটা বেশি। ক্রিশ্চিয়ানো গোল পাওয়ায় আমি খুশি। এছাড়াও অন্য খেলোয়াড়রাও ভাল খেলেছে, বিশেষ করে যারা খুব একটা সুযোগ পায় না তারা নিজেদের বেশ ভালভাবেই প্রমাণ করেছে।’ রোনাল্ডোর জন্য এই ম্যাচটা ছিল বিশেষ কিছুই। কেননা এই ম্যাচের সৌজন্যেই যে ক্লাব ক্যারিয়ারের ৫০০তম জয়ের স্বাদ পান রিয়াল মাদ্রিদের পর্তুগীজ সুপারস্টার।
×