ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বৃষ্টির বাগড়া রংপুর-কুমিল্লা ম্যাচ আজ আবার

প্রকাশিত: ০৫:৪২, ১১ ডিসেম্বর ২০১৭

বৃষ্টির বাগড়া রংপুর-কুমিল্লা ম্যাচ আজ আবার

স্পোর্টস রিপোর্টার ॥ বৃষ্টির শঙ্কা ছিল। খেলা হবে কিনা সেই শঙ্কাও ছিল। সবকিছুকে ছাপিয়ে ঠিকই খেলা সময়মতোই গড়াল। কিন্তু যখন ৭ ওভার হয়, বৃষ্টির জন্য খেলা বন্ধ থাকে। আর খেলা হয়নি। বিপিএল গবর্নিং কাউন্সিল শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিয়েছে আজ আবার রংপুর-কুমিল্লা দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচটি হবে। সন্ধ্যা ৬টা বাজে শুরু হবে। দর্শকরা একই টিকেট নিয়েই খেলা দেখতে পারবেন। ৭ ওভারে ১ উইকেট হারিয়ে ৫৫ রান ছিল রংপুরের। এখান থেকেই আজ খেলা শুরু হবে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ফাইনালে ওঠার ম্যাচে কুমিল্লা টস জিতে। আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। রংপুর ব্যাট করার সুযোগ পেয়ে তা কাজেও লাগায়। দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ। যে দল হারবে বিদায় নেবে। যে দল জিতবে মঙ্গলবার ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে ফাইনালে লড়াই করবে। এমন ম্যাচে কি দর্শকদের সাড়া নেই! দর্শকহীন স্টেডিয়ামে দ্রুতই রান তুলছিল রংপুর। কিন্তু বৃষ্টিতে খেলাটি শেষ হয়নি। এলিমিনেটর ম্যাচে গেইল ধামাকা দেখার মিলেছে। কিন্তু দ্বিতীয় কোয়ালিফায়ারে গেইল থাকলেন নীরব। শুরুতেই রান নিতে গিয়ে পায়ে ব্যথা পেলেন। সেই ব্যথা নিয়েই খেললেন। তাতে বেশিদূর যেতে পারেননি। ৩ রানেই আউট হয়ে গেলেন। গেইলকে আউট করলেন মেহেদী হাসান। যিনি এবার বিপিএলে গেইলের যম হয়ে উঠেছেন। গেইল আউট হওয়াতে স্বাভাবিকভাবেই রংপুর শিবিরে হতাশা যোগ হয়ে যায়। তবে রংপুর যে কৌশল নিয়ে এগিয়ে যেতে চেয়েছে, তাতে শুরুতে ব্যাটিংয়ে সাফল্য ঠিকই মিলেছে। জনসন চার্লসকে ব্যাটিংয়ে নামিয়ে দিয়েছেন। চার্লসও শুরু থেকেই ধুমধড়াক্কা ব্যাটিং করতে থাকেন। দ্রুত রংপুরের স্কোরবোর্ডে রান জমা করতে থাকেন। পাওয়ার প্লেতে ৪৫ রান যোগ হয়ে যায়। ৭ ওভারে যখন ৫৫ রানও হয়। চার্লস ৪৬ রানে ও ম্যাককালাম ৪ রানে অপরাজিত থাকেন। এমন সময়ে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। প্রায় তিন ঘণ্টা বৃষ্টিতে খেলা হয়নি। এমন মুহূর্তে দুই দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ও তামিম ইকবালের সঙ্গে বিপিএল গবর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক আলোচনা করেন। একদিকে চলে আলোচনা। আরেকদিকে পিচ থেকে কাভার ওঠাতে থাকেন মাঠকর্মীরা। তবুও সাড়ে ছয়টায় খেলা বন্ধ হওয়ার পর ১০টা বাজলেও খেলা চালু হয়নি। শেষ পর্যন্ত আর হয়নি। যেখানে খেলা বন্ধ হয়েছে সেখান থেকেই আজ আবার সন্ধ্যা ৬টা থেকেই খেলা শুরু হবে। স্কোর ॥ রংপুর-কুমিল্লা দ্বিতীয় কোয়ালিফায়ার-মিরপুর রংপুর রাইডার্স ইনিংস ৫৫/১; ৭ ওভার (চার্লস ৪৬*, গেইল ৩, ম্যাককালাম ৪*; মেহেদী ১/৩২)।
×