ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ওয়েস্টহ্যামের কাছে চেলসির হার

প্রকাশিত: ০৫:৪১, ১১ ডিসেম্বর ২০১৭

ওয়েস্টহ্যামের কাছে চেলসির হার

স্পোর্টস রিপোর্টার ॥ ইংলিশ প্রিমিয়ার লীগে আরও একবার ধাক্কা খেল চেলসি। শনিবার ওয়েস্টহ্যাম ইউনাইটেডের কাছে ১-০ গোলে হেরে গেছে ব্লুজরা। আর তাতেই চেলসির কোচ এ্যান্টনিও কন্টে মনে করেন তার দলের লীগ শিরোপা জয়ের স্বপ্ন ভেস্তে গেছে। যদিওবা এই হারের পরও অবশ্য পয়েন্ট টেবিলের তৃতীয় স্থান ধরে রেখেছে বর্তমান চ্যাম্পিয়নরা। মৌসুমের প্রথম ১৬ ম্যাচ থেকে তাদের সংগ্রহ এখন ৩২ পয়েন্ট। লন্ডন স্টেডিয়ামে এই হারের ফলে লীগে এ নিয়ে চার ম্যাচে হার দেখেছে বর্তমান চ্যাম্পিয়নরা। ফলে পয়েন্ট টেবিলের শীর্ষ দল ম্যানচেস্টার সিটির সঙ্গে ১১ পয়েন্টের ব্যবধানে পিছিয়ে পড়েছে নীল জার্সির দলটি। যে কারণেই কন্টে বলেন, ‘এই হারের পর লীগ শিরোপা জয়ের বিষয়ে কথা বলাটা কিছুটা বিস্ময়কর মনে হবে। বিশেষ করে ১৬ ম্যাচের মধ্যে চতুর্থ পরাজয়ের পর। এমন একটি লীগ সূচনার পর শিরোপা জয়ের চিন্তা করাটা আকাশ-কুসুম কল্পনার সামিল। আপনি যদি শিরোপা জয়ের লক্ষ্য স্থির করেন তাহলে এমন অবস্থায় আপনি বড়জোর এক বা দু’টি ম্যাচে হারতে পারেন। ১৬ ম্যাচে অংশগ্রহণ করে চার ম্যাচে হারের পর এটিই প্রতীয়মান হয় যে আপনি মোটেও শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে শুরু করেননি। এবার অসাধারণ একটি মৌসুম শুরু করেছে ম্যানচেস্টার সিটি। আর আপনি যদি এমন একটি টুর্নামেন্টের শিরোপা জয়ের দৌড়ে টিকে থাকতে চান তাহলে আপনার মধ্যে অবশ্যই ধারাবাহিকতা থাকতে হতো। আমাদের ক্ষেত্রে এমনটি মোটেই ঘটছে না।’ এ সময় চেলসি কোচ আরও জানান, ইউরোপীয় ফুটবলের যে চাহিদা রয়েছে সে অনুযায়ী বর্তমান স্কোয়াডে কোন বিকল্প অস্ত্রের যোগান নেই। সর্বশেষ দলবদলের সময় তার ক্লাব আরও তারকা খেলোয়াড় দলভুক্ত করতে ব্যর্থ হওয়ায় হতাশাও প্রকাশ করেন এই ইতালীয় কোচ। এ প্রসঙ্গে ৪৮ বছর বয়সী কন্টে বলেন, ‘দলের অনেক ফুটবলারই এখন ক্লান্ত। এই খেলোয়াড়দের নিয়েই আমরা মৌসুমপূর্ব খেলা শুরু করেছি। এরাই দলের জন্য প্রায় সবগুলো ম্যাচে অংশগ্রহণ করে আসছে। এর ফল অবশ্যই আপনাকে ভোগ করতে হবে। আপনাদের অবশ্যই স্মরণ আছে যে আমি আগেও বলেছি, এটি আমাদের জন্যই খুবই কঠিন হবে।’ ম্যাচের ষষ্ঠ মিনিটেই গোল করে ওয়েস্টহ্যামকে এগিয়ে দেন মার্কো আর্নাউটোভিচ। গত জুলাইয়ে ক্লাব রেকর্ড ২৪ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে স্টোকসিটি থেকে যোগ দেয়া এই ফুটবলারের এটিই দলীয় জয়ে প্রথম ভূমিকা। এদিকে ডেভিড বিলিসের কাছ থেকে কোচের দায়িত্ব গ্রহণ করা ডেভিড মোয়েস পঞ্চম ম্যাচে এসে প্রথম জয়ের মুখ দেখলেন। এর আগে অবশ্য গত সোমবারও অসাধারণ খেলা উপহার দিয়েছে তার শিষ্যরা। তবে ম্যাচের শেষভাগে এসে তারা ২-১ গোলে হার মানে শীর্ষ পয়েন্টধারী ম্যানচেস্টার সিটির কাছে। তবে এখনও তারা পয়েন্ট টেবিলের তলানির তিন দলের তালিকা থেকে উঠে আসতে পারেনি। সপ্তাহের মধ্যভাগে আর্সেনাল সফর করবে ওয়েস্টহ্যাম। মোয়েস বলেন, ‘সব কোচেরই দরকার হয় খুব দ্রুত জয় পাওয়া। আমি খুবই কঠিন একটি পরিস্থিতিতে এই ক্লাবের দায়িত্ব নিয়েছি। তবে এই ম্যাচে আমার গেম পরিকল্পনা বেশ ভালভাবেই কাজে লেগেছে। এর আগে ম্যানচেস্টার সিটির সঙ্গেও আমরা খুব কাছাকাছি থেকে হেরেছি। ড্রেসিং রুমে গিয়ে আমি খেলোয়াড়দের অভিনন্দন জানিয়েছি। তবে এরপরই মনে পড়েছে আরও, এই সপ্তাহেই তো আর্সেনালের মোকাবেলা করতে হবে।’ শনিবার লীগের অন্য ম্যাচে টটেনহ্যাম হটস্পার ৫-১ গোলে স্টোকসিটিকে এবং লিস্টার সিটি ৩-২ গোলে নিউক্যাসল ইউনাইটেডকে পরাজিত করেছে।
×