ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

টানা দুই ম্যাচ হারের পর লিলির বিপক্ষে পূর্ণ ৩ পয়েন্ট নিয়েই মাঠ ছেড়েছে উনাই এমেরির দল

টানা দুই ম্যাচ হারের পর লিলির বিপক্ষে পূর্ণ ৩ পয়েন্ট নিয়েই মাঠ ছেড়েছে উনাই এমেরির দল

প্রকাশিত: ০৫:৩৯, ১১ ডিসেম্বর ২০১৭

টানা দুই ম্যাচ হারের পর লিলির বিপক্ষে পূর্ণ ৩ পয়েন্ট নিয়েই মাঠ ছেড়েছে উনাই এমেরির দল

স্পোর্টস রিপোর্টার ॥ গত কয়েক মৌসুম ধরেই ফ্রেঞ্চ লীগ ওয়ানে রাজত্ব করে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। কিন্তু তাদের হতাশ করে গত বছর লীগ শিরোপা জিতে মোনাকো। যে কারণেই চলতি মৌসুমে নতুন করে দল গঠন করে প্যারিসের ক্লাবটি। নেইমার-কাভানি-এমবাপেদের নিয়ে শুরু থেকেই দুর্দান্ত খেলতে থাকে পিএসজি। সবধরনের প্রতিযোগিতায় টানা ২৬ ম্যাচে অপরাজিত থাকে উনাই এমেরির দল। কিন্তু হঠাৎ করেই যেন খেই হারিয়ে ফেলে ফরাসী জায়ান্টরা। টানা দুই ম্যাচে হার দেখে পিএসজি। তবে পরাজয়ের সেই বৃত্ত থেকে বেরিয়ে আসতে খুব বেশি সময় নেয়নি পিএসজি। শনিবার ফ্রেঞ্চ লীগ ওয়ানে উনাই এমেরির দল ৩-১ গোলে হারায় লিলিকে। টানা ২৬ ম্যাচে অপরাজিত থাকার পর গত শনিবার স্ট্রাসবার্গের কাছে ২-১ গোলে হার মানে পিএসজি। চলতি মৌসুমে যা কাভানি-এমবাপে-নেইমারদের প্রথম পরাজয়ের স্বাদ। শুধু তাই নয়, বুধবার উয়েফা চ্যাম্পিয়ন্স লীগে বেয়ার্ন মিউনিখের মাঠ থেকেও ৩-১ গোলের পরাজয়কে সঙ্গী করে বাড়ি ফেরে উনাই এমেরির শিষ্যরা। যে কারণেই শনিবার লিলির বিপক্ষে ম্যাচটা ছিল পিএসজির জন্য খুবই গুরুত্বপূর্ণ। স্বাগতিক সমর্থকদের অনুপ্রেরণায় শুরুটা বেশ ভালই করে পিএসজি। এ্যাঞ্জেল ডি মারিয়ার গোলে প্রথমার্ধের ২৮ মিনিটেই এগিয়ে যায় তারা। দ্বিতীয়ার্ধের ৪৯ মিনিটে গোল ব্যবধান দ্বিগুণ করেন জাভিয়ের পাস্তোরে। তবে ৮৬ মিনিটে লিলির আনোয়ার এল গাজী গোল করলে স্বাগতিক সমর্থকদের মনের মধ্যে ভয় এসে যায়। কিন্তু ম্যাচের অতিরিক্ত সময়ের ৯০+৩ মিনিটে দারুণ এক গোল করে পিএসজি শিবিরে সৃষ্টি হওয়া ভয় কাটিয়ে ৩-১ ব্যবধানের বড় জয় উপহার দেন কিলিয়ান এমবাপে। লিলির বিপক্ষে ম্যাচে ছিলেন এডিনসন কাভানিও। কিন্তু এদিন কোন গোলের দেখা পাননি চলতি মৌসুমের শুরু থেকেই দুর্দান্ত খেলতে থাকা এই উরুগুইয়ান স্ট্রাইকার। শনিবার লিলির বিপক্ষে জয়ের ফলে মৌসুমের প্রথম ১৭ ম্যাচ থেকে পিএসজির সংগ্রহে ৪৪ পয়েন্ট। আর দুইয়ে থাকা লিঁওর দখলে ৩২ পয়েন্ট। অর্থাৎ দ্বিতীয় স্থানে থাকা দলটির সঙ্গে তাদের পয়েন্ট ব্যবধান এখন ১২। শিরোপা পুনরুদ্ধারের দৌড়ে যে উনাই এমেরির দল অনেকটাই এগিয়ে গেছে সেটা আবার নতুন করে বলার অপেক্ষা রাখে না। যদিওবা পিএসজির চেয়ে এক ম্যাচ কম খেলেছে লিঁও। তবে নিষিদ্ধ থাকার কারণে লিলির বিপক্ষে ম্যাচে খেলতে পারেননি নেইমার। পিএসজিতে যোগ দেয়ার পর থেকে ইতোমধ্যেই পাঁচ হলুদ কার্ডের দেখা পেয়ে গেছেন সাবেক বার্সিলোনা এবং সান্তোস ফরোয়ার্ড। যে কারণেই লিলির বিপক্ষে ম্যাচে নিষিদ্ধ ছিলেন নেইমার। ব্রাজিলিয়ান তারকার সময়টা অবশ্য খুব খারাপ কাটেনি। এই সময়টাই দিয়েছেন তার ছেলে ডেভিড লুকাকে। জানা যায়, নেইমারের স্ত্রী ক্যারোলিনা দান্তেস ডেভিড লুকাকে নিয়ে এখন প্যারিসে অবস্থান করছেন। গত গ্রীষ্মকালীন দলবদলেই রেকর্ড পারিশ্রমিকের বিনিময়ে ন্যুক্যাম্প থেকে পিএসজিতে যোগ দেন নেইমার। ক্লাবটির অভিজ্ঞ কোচ উনাই এমেরি মনে করেন পিএসজিতে খেলেই ব্যালন ডি’অর জিতবেন নেইমার! এমেরির এমন মন্তব্যের মূলে রয়েছেন রিয়াল মাদ্রিদ সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ। গত সপ্তাহেই পঞ্চমবারের মতো ব্যালন ডি’অর জিতেছেন রিয়ালের পর্তুগীজ তারকা রোনাল্ডো। প্যারিসের আইফেল টাওয়ারে সেই অনুষ্ঠানে উপস্থিত হয়ে পেরেজ বলেন, ‘রিয়াল মাদ্রিদে গেলে খুব সহজেই ব্যালন ডি’অর জিততে পারবেন নেইমার। কারণ এই ক্লাবে সব বড় বড় ফুটবলাররা খেলেন।’ পেরেজের সেই বক্তব্যের রেশ ধরেই এমেরি বলেন, ‘নেইমার এখন প্যারিসে। আমি আশা করছি সে পিএসজিতে খেলেই ব্যালন ডি’অর জিতবে। একদিন সবাইকে ছাড়িয়ে যাবে সাফল্যের দিক থেকে।’
×