ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

হ্যামিল্টনে সাউদি-বোল্টের দিন

প্রকাশিত: ০৫:৩৮, ১১ ডিসেম্বর ২০১৭

হ্যামিল্টনে সাউদি-বোল্টের দিন

স্পোর্টস রিপোর্টার ॥ টিম সাউদি আর ট্রেন্ট বোল্টের কথা বললে সাধারণত ত্রাস ছড়ানো বোলিংয়ের দৃশ্যটাই চোখে ভাসবে। সেই কাজটা তারা ঠিকই করেছেন, তবে হ্যামিল্টন টেস্টের দ্বিতীয়দিন সকালে ব্যাট হাতেও আলো ছড়িয়েছেন দুই কিউই স্পিডস্টার। এরপর যথারীতি বোলিং তা-বে দলকে এগিয়ে দিয়েছেন তারা। অলআউট হওয়ার আগে প্রথম ইনিংসে ৩৭৩ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়েছে নিউজিল্যান্ড, যেখানে শেষ জুটিতে বোল্ট-সাউদির অবদান ৬১! জবাবে ৮ উইকেটে ২১৫ রান নিয়ে দিন শেষ করেছে ওয়েস্ট ইন্ডিজ। রেমন রেইফার ২২ ও মিগুয়েল কামিন্স ব্যক্তিগত ১০ রানে অপরাজিত রয়েছেন। ব্ল্যাক-ক্যাপসদের হয়ে বোল্ট, সাউদি, কলিন ডি গ্র্যান্ডহোম ও নেইল ওয়াগনার চার পেসারের প্রত্যেকে নিয়েছেন দুটি করে উইকেট। স্লো-ওভার রেটের কারণে এক ম্যাচের নিষেধাজ্ঞা পাওয়া অধিনায়ক জেসন হোল্ডারকে ছাড়াই ১-০তে পিছিয়ে থাকা সিরিজে ফয়সালার দ্বিতীয় ও শেষ টেস্ট খেলছে ক্যারিবীয়রা। নিউজিল্যান্ড দিন শুরু করেছিল ৭ উইকেটে ২৮৬ রান নিয়ে। দল তাকিয়ে ছিল আগের টেস্টে অভিষেকেই সেঞ্চুরি করা টম ব্লান্ডেলের দিকে। কিন্তু ২৮ রানে শ্যানন গ্যাব্রিয়েলের বলে বোল্ড হন নবাগত উইকেটকিপার- ব্যাটসম্যান। গালিতে শাই হোপের দুর্দান্ত ক্যাচে আগেই ফেরেন নেইল ওয়াগনার (১)। কিন্তু সাউদি ও বোল্ট ছোটেন ওয়ানডে ব্যাটিংয়ের অভিযানে। শেষ উইকেটে মাত্র ৪৯ বলে ৬১ রানের দুর্দান্ত জুটি গড়েন দু’জনে। ৩৯ বলে ৩১ রান করে কেমার রোচের বলে সাউদি বোল্ড হলে থামে কিউইদের ইনিংস। ২৭ বলে ৩৭ রানে অপরাজিত থাকেন বোল্ট। ব্যাটিংয়ের আত্মবিশ্বাস বোলিংয়েও নিয়ে আসেন দুই কিউই গতি তারকা। ইনিংসের প্রথম ওভারেই কাইরন পাওয়েলকে (০) ফেরান সাউদি। তিনে নামা শিমরন হেটমায়ারকে (২৮) অসাধারণ এক ফিরতি ক্যাচে ফেরান বোল্ট। এরপর ওয়েস্ট ইন্ডিজ নিয়মিত উইকেট পতনের মাঝে একাই লড়াই করেছেন ম্যাচের ভারপ্রাপ্ত অধিনায়ক ক্রেইগ ব্রেথওয়েট। স্টাইলিশ ওপেনার যখন ব্যক্তিগত ৬৬ রান করে আউট হন সফরকারীদের রান তখন ৬ উইকেটে ১৩৫। উইকেটকিপার শেন ডাওরিচ ও অভিষিক্ত রেমন্ড রেইফার এরপর গড়েন খানিকটা প্রতিরোধ। ৭ চারে ৩৫ রান করা ডাওরিচকে ফিরিয়ে দেন আগের টেস্টের নায়ক নেইল ওয়াগনার। বৃষ্টি বাধা আর ক্যারিবিয়ান লোয়ার অর্ডারের একটু প্রতিরোধে উইন্ডিজকে দ্বিতীয়দিনেই আর অলআউট হতে হয়নি। অভিষিক্ত অলরাউন্ডার রেইফার ২২ রানে অপরাজিত ৮২ বলে। নিউজিল্যান্ডের চার পেসারই নিয়েছেন দুটি করে উইকেট। তবে জোড়ায় জোড়ায় শিকারের আগে ব্যাটিংয়ে দারুণ জুটির সৌজন্যে দ্বিতীয়দিনের দুই নায়ক বোল্ট-সাউদিই। স্কোর ॥ নিউজিল্যান্ড প্রথম ইনিংস ৩৭৩/১০ (১০২.২ ওভার; রাভাল ৮৪, লাথাম ২৩, উইলিয়ামসন ৪৩, টেইলর ১৬, নিকোলস ১৩, স্যান্টনার ২৪, ডি গ্র্যান্ডহোম ৫৮, বান্ডেল ২৮, ওয়েগনার ১, সাউদি ৩১, বোল্ট ৩৭*; গ্যাব্রিয়েল ৪/১১৯, রোচ ৩/৫৮, কামিন্স ২/৫৭, চেইস ০/৯০, রেইফার ১/৩৬, ব্রেথওয়েট ০/১২)। ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংস ২১৫/৮ (৬৪ ওভার; ব্রেথওয়েট ৬৬, পাওয়েল ০, হেটমায়ার ২৮, হোপ ১৫, চেইস ১২, আমব্রিস ২, ডাওরিচ ৩৫, রেইফার ২২*, রোচ ১৭, কামিন্স ১০*; সাউদি ২/৩৪, বোল্ট ২/৬৭, ডি গ্র্যান্ডহোম ২/৪০, ওয়েগনার ২/৭৩)। * দ্বিতীয়দিন শেষে
×