ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

সিভিল এভিয়েশনের দুর্নীতিবিরোধী র‌্যালি ও আলোচনা সভা

প্রকাশিত: ০৫:২৮, ১১ ডিসেম্বর ২০১৭

 সিভিল এভিয়েশনের দুর্নীতিবিরোধী র‌্যালি ও আলোচনা সভা

স্টাফ রিপোর্টার ॥ প্রথমবারের মতো আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করেছে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। সিভিল এভিয়েশনের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম নাইম হাসানের নেতৃত্বে সদর দফতর থেকে বিমানবন্দর এলাকা হয়ে সদর দফতরে ফিরে আসে। সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের সকল শ্রেণীর কর্মকর্তা ও কর্মচারী এ র‌্যালিতে অংশ নেন। র‌্যালি শেষে আলোচনা সভায় বক্তারা দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হবার আহ্বান জানান। আলোচনা সভায় সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারী সেøাগান দিয়ে দুর্নীতিমুক্ত পরিবেশে কাজ করার অভিপ্রায় ব্যক্ত করেন। এতে প্রধান অতিথি সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম নাইম হাসান কর্মকর্তা-কর্মচারীদের দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে বলেন, আপনারা জানেন দুর্নীতি একটি জাতীয় ও আন্তর্জাতিক সমস্যা।
×