ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে মুক্তিযুদ্ধের বিজয়মেলা শুরু

প্রকাশিত: ০৪:২৬, ১১ ডিসেম্বর ২০১৭

চট্টগ্রামে মুক্তিযুদ্ধের বিজয়মেলা শুরু

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ বিজয় শিখা প্রজ্বালনের মধ্য দিয়ে রবিবার আনুষ্ঠানিকভাবে চট্টগ্রামে শুরু হয়েছে মুক্তিযুদ্ধের বিজয়মেলা। নগরীর এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন আউটার স্টেডিয়ামে শিখা প্রজ্জ্বালন করেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধের বিজয়মেলা পরিষদ এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ। পুরো ডিসেম্বর মাস চলবে বিজয়মেলার কার্যক্রম। মুক্তিযুদ্ধের বিজয়মেলা উপলক্ষে এখনই জমজমাট রূপ ধারণ করেছে আউটার স্টেডিয়াম এলাকা। কারণ, আনুষ্ঠানিক উদ্বোধন রবিবার হলেও মেলা শুরু হয়ে গেছে ১ ডিসেম্বর। বিশাল এলাকাজুড়ে বসেছে ছোট বড় দুই শতাধিক স্টল। সেখানে এখন তৈরি পোশাক, গৃহস্থালি পণ্য, মৃৎশিল্পের পণ্যসহ বিভিন্ন ধরনের সামগ্রির পসরা। ‘মুক্তিযুদ্ধের বিজয়রমেলা, বীর বাঙালীর অহঙ্কার’ স্লোগানে মাসব্যাপী এ মেলায় প্রতিদিনই থাকবে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ, আলোচনা সভা এবং উদ্দীপনামূলক অনুষ্ঠান। এতে আলোচক হিসেবে উপস্থিত হবেন মন্ত্রী, উপদেষ্টা, সংসদ সদস্য, মুক্তিযুদ্ধের পক্ষের বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, বরণ্য বুদ্ধিজীবী এবং রণাঙ্গনের মুক্তিযোদ্ধারা। গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মুক্তিযুদ্ধের বিজয়মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রবিবার।
×