ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

শ্রীনগরে শিক্ষকের ওপর হামলায় গ্রেফতার ২

প্রকাশিত: ০৪:২৬, ১১ ডিসেম্বর ২০১৭

শ্রীনগরে শিক্ষকের ওপর হামলায় গ্রেফতার ২

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ শ্রীনগরে পরীক্ষা কেন্দ্রে নকল ধরায় শিক্ষকের ওপর হামলার ঘটনায় দুইজন গ্রেফতার হয়েছে। শনিবার রাতে উপজেলার কামারগাঁয়ে ইয়ার আলীকে ও ইমন গ্রেফতার করে পুলিশ। এর আগে আল আমিন ইসলামিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক মোঃ আবু ইউসুফ বাদী হয়ে পাঁচ জনকে আসামী করে শ্রীনগর থানায় মামলা করেন। অপরদিকে ভাগ্যকূল ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুস সামাদ মামলা তুলে না নিতে চাপ দিয়ে নানা হুমকি দিচ্ছে। এ ঘটনায় শিক্ষক আবু ইউসুফ থানায় সাধারণ ডায়েরি করেছেন। ওই শিক্ষক অভিযোগ করেন, সামাদ মেম্বারের পরামর্শেই তিনি থানায় মামলা দায়ের করেন। এখন আবার তিনিই মামলা তুলে নিতে নানাভাবে চাপ দিচ্ছেন। এ কারণে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। রবিবার সকালে সামাদ মেম্বার ও মাদ্রাসাটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আবুল খায়ের গ্রেফতারকৃতদের ছাড়িয়ে নিতে থানায় ছুটে আসেন। এ ব্যাপারে সামাদ মেম্বারের কাছে জানতে চাইলে তিনি পরে কথা বলবেন বলে ফোন রেখে দেন। পুলিশ ও স্থানীয়রা জানান, গত বৃহস্পতিবার রাতে উপজেলার উত্তর কামারগাঁও এলাকার আল-আমিন ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা শিক্ষক মোঃ ইউসুফ আলীর ওপর একই মাদ্রাসার ছাত্র এনায়েত ও ইমনের নেতৃত্বে দুর্বৃত্তরা হামলা চালায়। এর আগে বৃহস্পতিবার মাদ্রাসায় বার্ষিক পরীক্ষা চলাকালীন সময়ে নবম শ্রেণীর দুই ছাত্র এনায়েত হোসেন ও ইমন হোসেনকে নকল করার সময় শিক্ষক আবু ইউসুফ হাতেনাতে ধরে ফেলে। পরে ওই শিক্ষক পরীক্ষার কেন্দ্রের হল সুপারকে বিষয়টি অবগত করেন। হল সুপার এনায়েত ও ইমনকে কেন্দ্র থেকে বের করে দেন। রাতে শিক্ষক আবু ইউসুফকে ফাঁকা রাস্তায় একা পেয়ে তার উপর হামলা চালায় এনায়েত, ইমন ও তাদের সাঙ্গপাঙ্গরা। এ সময় শিক্ষকের চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়।
×