ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রাবি চারুকলা অনুষদের ডিনের পদত্যাগ

প্রকাশিত: ০৪:২৫, ১১ ডিসেম্বর ২০১৭

রাবি চারুকলা অনুষদের ডিনের পদত্যাগ

রাবি সংবাদদাতা ॥ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) চারুকলা অনুষদের ভর্তি পরীক্ষায় সাম্প্রদায়িক বিদ্বেষমূলক প্রশ্নপত্র প্রণয়ন করার দায়ে সব ধরনের পরীক্ষা কার্যক্রম থেকে অব্যাহতি পাওয়ার চার দিন পর ডিনের পদ থেকে পদত্যাগ করেছেন অধ্যাপক মোস্তাফিজুর রহমান। রবিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রেজিস্ট্রার বরাবর তিনি পদত্যাগপত্র জমা দেন। রেজিস্ট্রার অধ্যাপক এম এ বারী বলেন, ব্যক্তিগত কারণ দেখিয়ে অধ্যাপক মোস্তাফিজুর রহমান পদত্যাগপত্র জমা দিয়েছেন। বিশ^বিদ্যালয়ের উপাচার্য অনুমোদন না দেয়া পর্যন্ত তিনি ওই পদে দায়িত্ব পালন করবেন। এর আগে গত ৬ ডিসেম্বর অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৪৭৪তম সিন্ডিকেট সভায় অধ্যাপক মোস্তাফিজুর এবং চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের সহকারী অধ্যাপক জিল্লুর রহমানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়। সভায় চারুকলা অনুষদের প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্রে সাম্প্রদায়িক বিদ্বেষমূলক প্রশ্ন অন্তর্ভুক্তির দায়ে দশ বছরের জন্য যে কোন পরীক্ষা সংক্রান্ত কাজে দায়িত্ব থেকে তাদের অব্যাহতি দেয়া হয়। পদত্যাগের কারণ জানতে চাইলে অধ্যাপক মোস্তাফিজুর রহমান বলেন, ব্যক্তিগত সমস্যার কারণে পদত্যাগ করেছি।
×